আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের কারণে আগামী ৪ অক্টোবর বুধবার পর্যন্ত চলবে ভারি বৃষ্টি। আপাতত আগামী দু-তিন পরিস্থিতি বদলানোর খুব একটা সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সেটি আপাতত ঝাড়খণ্ডের উপরে অবস্থান করছে। পাশাপাশি রয়েছে একটি ঘূর্ণাবর্তের উপস্থিতিও। এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার উত্তর ওড়িশা ঘেঁষে ক্রমশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হবে নিম্নচাপটি। যার জেরে আপাতত বহাল থাকবে বৃষ্টি।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি সম্ভাবনা
নিম্নচাপের জেরে আগামী সোমবারও রাজ্যের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির সম্ভাবনা। গান্ধী জয়ন্তীতেও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণে। অর্থাৎ আরও একটা ছুটির দিন বৃষ্টিতে হতে চলেছে মাটি। পুজো আসতে আর ১৮ দিন বাকি। এখন বৃষ্টির কারণে পুজোর প্রস্তুতিতে পড়েছে জল। শুধু উৎসব মুখর, শপিং প্রেমী বাঙালিই নয়, এমন সময়ে বৃষ্টিতে সমস্যায় প্রতিমা শিল্পী থেকে মণ্ডপ শিল্পীরা। একদিনে প্রতিমা শুকোতে সমস্যা তো অন্যদিকে বৃষ্টিতে মণ্ডপের শিল্পকীর্তি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল-বুধেও ভারী বৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে। এই পরিস্থিতিতে যে কোনওরকম বিপদ এড়াতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরে জারি কমলা সতর্কতা
সোমবারও উত্তরের একাধিক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার পর্যন্ত সেখানে জারি কমলা সতর্কতা। দার্জিলিং, উত্তর দিনাজপুর, কোচবিহারের দু’-এক জায়গায় মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় বৃষ্টির জেরে শপিং চৌপাট
কলকাতায় রবিবারের মতোই সোমবারও আকাশ থাকবে মেঘলা। দফায় দফায় দিনভর বৃষ্টিপাত চলবে সোমবারও। গান্ধী জয়ন্তীর ছুটি মাটি করতে শত্রু রূপে অবতীর্ণ হতে চলেছে বর্ষাসুর। বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও ঘ্যানেঘ্যানে বৃষ্টি নাজেহাল শহরবাসী। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উল্লেখ্য, আবহাওয়া অফিসের থেকে পাওয়া তথ্য অনুযায়ী দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত ২২ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। শুধুমাত্র কলকাতায় বৃষ্টির ঘাটতি রয়েছে ১৭ শতাংশ। তবে উত্তরবঙ্গে অবশ্য ৭ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে।