Kolkata Weather : জনজীবন বিপর্যস্ত টানা বর্ষণে, আজ বাড়বে দুর্ভোগ! সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর – kolkata weather update continuous rain today will increase suffering in west bengal


এই সময়: সতর্কবার্তা ছিলই। তার অন্যথা হলো না। শনিবার সকাল থেকেই শুরু হলো রাজ্য জুড়ে বৃষ্টির দাপট। সঙ্গে ঝোড়ো হাওয়া। উত্তরের তুলনায় এদিন দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির দাপট ছিল বেশি। বাদ গেল না কলকাতাও। বৃষ্টিতে ভাসলো মহানগরের বিভিন্ন এলাকা। হাওয়া অফিস সতর্কতা, আজ, রবিবার বৃষ্টির দাপট বাড়তে পারে। কারণ, জোড়া নিম্নচাপ আরও গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে।

ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের চার জেলা এবং উত্তরবঙ্গের দুই জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন জেলাগুলিকে জলবন্দি বা বন্যা পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ দেন। যথেষ্ট ত্রাণ সামগ্রীও মজুত রাখার কথাও বলা হয়েছে। পক্ষকাল পরেই পুজো। টানা বর্ষণে পণ্ড হয়েছে সপ্তাহান্তের পুজোর বাজারও। আজ, রবিবারও যেহেতু ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে, তাই মুখভার ব্যবসায়ীদের।

West Bengal Rain : নিম্নচাপের ফলায় কলকাতা সহ ১০ জেলায় দিনভর ভারী বৃষ্টি, কবে উন্নতি আবহাওয়ার?
এই দুর্যোগের মধ্যে বিড়ম্বনা বাড়িয়েছে সুন্দরবনের টর্নেডো এবং হুগলির ঘূর্ণি ঝড়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাষ, নিম্নচাপের প্রভাবে আজ বৃষ্টি বাড়বে বাংলার প্রায় সব জেলাতেই। মৎস্যজীবীদের রবিবার উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। সোম ও মঙ্গলবারেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে।

Weather Forecast : সাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, উইকএন্ডে কলকাতা সহ ৩ জেলা ভাসবে বৃষ্টিতে
এমনকী, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের জন্য। দার্জিলিঙের পাহাড় এবং সমতলে শনিবার ভোররাত থেকেই বৃষ্টি চলছে। উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটে প্রভাব পড়েছে জনজীবনে। এদিন, হুগলির কোদালিয়া ২ গ্রাম পঞ্চায়েতের বেনাভারুই গ্রাম এবং মগরা-ত্রিবেণী এলাকা আচমকা ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে যায়।

গঙ্গার উপরে পাক খেতে দেখা যায় ধুলোর রাশিকে। ত্রিবেণী শ্মশান ঘাটের চাল উড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি বাড়ি। অন্যদিকে দু’মিনিটের টর্নেডোয় লন্ডভন্ড উত্তর ২৪ পরগনার মিনাখাঁ ব্লকের কুমারজোল পঞ্চায়েত এলাকার আমতলা গ্রামের একাংশ। ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ে ঘরবাড়ি, উড়ে যায় ঘরের ছাউনি, রাস্তার উপর উপড়ে পড়ে গাছ। জখম হন এক ব্যক্তি।

West Bengal Rain : বঙ্গোপসাগরে চোখ পাকাচ্ছে ঘূর্ণাবর্ত, ২ জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস
পুজোর আগে সপ্তাহান্তের দিকেই তাকিয়ে থাকেন কলকাতার ব্যবসায়ীরাও। শনিবার সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় পুজোর বাজার জমতে পারেনি। গড়িয়াহাট, হাতিবাগান, নিউমার্কেট, ধর্মতলা চত্বরে বেচাকেনা হয়নি বললেই চলে। এদিন শপিং মলগুলিতে কিছু ক্রেতা গেলেও তা ব্যবসায়ীদের আশা পূরণ করতে পারেনি। রবিবারও বৃষ্টির পূর্বাভাষ থাকায় বাজার জমবে না বলেই আশঙ্কা ব্যবসায়ীদের।

মুখ্যমন্ত্রীর নির্দেশ:
নিচু এলাকায় বসবাসকারীদের নিরাপদ এলাকায় সরাতে হবে। খুলতে হবে পর্যাপ্ত ত্রাণ শিবির।
দুর্গতরা যাতে ত্রিপল এবং অন্যান্য ত্রাণ সামগ্রী পান, তা নিশ্চিত করতে হবে
বিদ্যুৎ এবং টেলি যোগাযোগ যাতে বিপর্যস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত এমার্জেন্সি বাতির ব্যবস্থা করতে হবে।
রাজ্য, জেলা এবং মহকুমা স্তরে ২৪ ঘণ্টার কন্ট্রোর রুম খুলে পরিস্থিতির উপরে নজর রাখতে হবে।
প্রতি ১২ ঘণ্টায় জেলা থেকে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট পাঠাতে হবে

https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *