Medical Negligence: ‘আমার দিদিকে মেরে ফেলেছে ডাক্তার’, হাত কেটে রক্তে পোস্টার লিখে হাসপাতালে প্রতিবাদ তরুণীর – patient sister writer banner with her blood in protest of medical negligence at nadia saktigarh


রক্ত দিয়ে হাতে লেখা একটি পোস্টার। কান্না ভেজা গলায় আর্তনাদ করতে করতে উদভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছেন হাসপাতালে। হাতের পোস্টারে রক্তে লেখা একটি বার্তা- ‘আমার দিদিকে মেরে ফেলেছে ডাক্তার’। রবিবার এমনই দৃশ্য দেখা গেল শক্তিনগর জেলা হাসপাতালে।

চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু। হাত কেটে রক্ত দিয়ে লিখে প্রতিবাদ জানাল পরিবার। চিকিৎসকের গাফিলতিতে রোগী মৃত্যু বলে অভিযোগ তুলে আঙুল কেটে রক্ত দিয়ে পোস্টার লিখে গোটা হাসপাতাল ঘুরল মৃতের বোন। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে।

Medical Negligence: সামান্য কানের চিকিৎসা করাতে এসে মৃত্যু শিশু কন্যার, গাফিলতির অভিযোগ পরিবারের
“দিদি-কে মেরে ফেলেছে ডাক্তার”, রক্ত দিয়ে হাত কেটে কাগজে ব্যানারে লিখে গোটা হাসপাতালে ঘুরে সকলের দৃষ্টি আকর্ষণ করলেন মৃতের পরিবার। জানা গিয়েছে, পূজা সরকার নামে বছর ২৬-এর এক মহিলা কৃষ্ণনগর হাতারপাড়া এলাকা থেকে শনিবার পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়। ভর্তি হওয়ার পর ঠিকমতো চিকিৎসা হয়নি বলে অভিযোগ পরিবারের। এরপরই সেই কারণে পরিস্থিতি ক্রমশ অবনতি হয় বলে অভিযোগ ওঠে। পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে বলে জানায় পূজা। সেই মতো পরিবার কর্তব্যরত নার্সকে রোগীকে দেখতে বললে তারা একটি ইনজেকশন দেয়। তারপরেই রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। তাদের দাবি চরম গাফিলতি ও চরম অব্যবস্থার কারণেই এই অবস্থা। এরপরই শোকের মুখে ভাঙে ধৈর্যের বাঁধ। পরিবারের লোকজন ক্ষোভে ফেটে পড়েন।

Scrub Typhus: ডেঙ্গি আতঙ্কের মাঝেই স্ক্রাব টাইফাসের খোঁজ, মারাত্মক সংক্রামক এই রোগের শিকার নদিয়ার শিশু
চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে ওই মহিলার এই অভিযোগ তুলে হাসপাতাল ও কৃষ্ণনগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। হাত কেটে রক্ত দিয়ে ব্যানার লিখে গোটা হাসপাতাল জুড়ে ঘুরে প্রতিবাদ জানায় মৃতার বোন। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন প্রতিবাদে হতবাক নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতাল। তাঁর দাবি, ডাক্তারের অবহেলা তো আছেই। নার্সও ভুল ইনঞ্জেকশন দিয়ে মেরে ফেলেছে। দিদিকে সময় মতো ডাক্তার আই সিইউতে নিয়ে গেলে এই দিন দেখতে হত না বলে দাবি মৃতার বোনের।

প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, সেরা খবরের আপডেট, জনপরিষেবার খবর, খবরের বিশ্লেষণ এবং ভিডিয়ো দেখতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক করুন: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *