Suvendu Adhikari : ‘ওখানে মনোজ মালব্য-বিনীত গোয়েল নেই, দিল্লি পুলিশের লাঠির সাইজ ৬ ফুট!’ তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর – suvendu adhikari bjp leader attacks tmc on delhi protest issue


‘যন্তর মন্তরের ভিতরে থাকুন, সারাদিন লাফান, এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, আমরা সবাই কোলা ব্যাং, যা খুশি বলতে থাকুন, যন্তরের বাইরে গিয়ে অসভ্যতা করলে মনোজ মালব্য, বিনীত গোয়েল, প্রবীণ ত্রিপাঠী নেই। দিল্লি পুলিশ আছে, লাঠির সাইজ ৬ ফুট,’ তৃণমূলের দিল্লি অভিযানকে এভাবেই নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

১০০ দিনের বকেয়া টাকার দাবিতে ও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এই ইস্যুতে বিক্ষোভ দেখাতে ইতিমধ্যেই দিল্লি রওনা দিয়েছেন রাজ্যের শাসকদলের নেতাকর্মীরা। সঙ্গে রয়েছেন জব কার্ড হোল্ডাররা। দিল্লিতে নিজেদের জব কার্ড তুলে ধরে তাঁরা বিক্ষোভ দেখাবেন বলে জানা গিয়েছে। দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির জন্য বিশেষ ট্রেনের বুকিং করা হয় বলে দাবি তৃণমূলের। যদিও শেষ মুহূর্তে সেই ট্রেন বাতিল করে পূর্ব রেল। এই বিষয়ে পূর্ব রেলের তরফে জানান হয়, রেলের কাছে কোনওরকম আবেদন করেনি তৃণমূল। আইআরসিটিসি-কে আবেদন জানিয়েছিল। ট্রেন না পেয়ে বিকল্প হিসেবে সড়ক পথে দিল্লি পৌঁছনোর চেষ্টা করে তৃণমূল। গতকাল বাসে করেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল কর্মী সমর্থক ও জব কার্ড হোল্ডারা।

TMC Delhi Dharna: বিশেষ ট্রেনের পর বাতিল এবার তৃণমূল কর্মীদের বিমানও! দিল্লি যাওয়ার পথে ফের বাধার অভিযোগ
তবে বাসে দিল্লি যাত্রার পথেও বিপত্তি। দুর্ঘটনার কবলে পড়ল দিল্লিগামী বাংলার ১০০ দিনের কাজের শ্রমিকদের বাস। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে বিহার-ঝাড়খণ্ড সীমানা এলাকায়। জানা গিয়েছে,পুরুলিয়া থেকে বাংলার ১০০ দিনের কাজের শ্রমিকদের নিয়ে ওই বাসটি রাজধানীর উদ্দেশে রওনা দিয়েছিল। আচমকাই ঝাড়খণ্ডের কোডারমার কাছে সেটি দুর্ঘটনার কবলে পড়ে। সেই সময় বাসে মোট ৩৩ জন যাত্রী ছিলেন। বরাতজোরে রক্ষা পান যাত্রীরা। যাঁরা আহত হয়েছেন তাঁদের ইতিমধ্যেই নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

TMC Delhi Protest : ট্রেন মেলেনি, বাসে করেই দিল্লি যাচ্ছে তৃণমূল! কোন পথে রাজধানী?
এদিকে ট্রেনের পর বিমান বাতিলেরও অভিযোগ ওঠে। সেই নিয়েও তৃণমূল শীর্ষ নেতৃত্ব নিশানা করে বিজেপিকে। বহু আগে থেকে টিকিট বুকিংয়ের পরও আচমকাই বাতিল হয়ে যায় বিমান। ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও সরব তৃণমূল নেতৃত্ব। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে ভিস্তারা বিমানে বারাসত সংসদীয় জেলার ১২০ জন তৃণমূল নেতা কর্মীরা দিল্লি যাওয়ার কথা ছিল। সেই অনুযায়ী অনেক আগে থেকেই কাটা ছিল টিকিটও। কিন্তু আচমকাই শনিবার রাতে সেই বিমান বাতিল বলে ঘোষণা করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *