BJP Rally in Kolkata : বিজেপির সভায় চুপিসারে হাতসাফাই, মানিব্যাগ খোয়ালেন ২ বিধায়ক – two mla lost their money parts at bjp rally in kolkata mayo road


প্রতিবাদ কর্মসূচিতে বিপত্তি। কলকাতায় মেয়ো রোডে প্রতিবাদ কর্মসূচিতে নিজের মানিব্যাগ হারালেন দুই BJP বিধায়ক। কর্মসূচি শেষ হওয়ার পরেই বিষয়টি লক্ষ্য করেন তাঁরা। কর্মসূচি চলার মাঝেই তাঁদের পকেটমারি হয়ে গিয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা।

Abhishek Banerjee: ‘আবাসে বন্ধ টাকা, শিশু মৃত্যুর দায় কে নেবে?’ কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতারির দাবি অভিষেকের
কী জানা যাচ্ছে?

দিল্লিতে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচির পালটা এদিন বিজেপি মহিলা মোর্চার তরফে একটি প্রতিবাদ কর্মসূচির আয়জন করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা মানুষের উন্নয়নে ব্যবহৃত না করে নয়ছয় করা হয়েছে বলে দাবি বিজেপির। কেন্দ্রের টাকা নিয়ে দুর্নীতির প্রতিবাদে সহ রাজ্য জুড়ে মহিলা নির্যাতনের বিরুদ্ধে এদিন প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। ধর্মতলা মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে বিজেপি মহিলা মোর্চার ডাকে ধরনা কর্মসূচি পালন করা হয় এদিন সকাল থেকেই।

Bharatiya Janata Party : নতুন অফিসে বাদ রেস্ট-রুম, হাওয়া গরম বঙ্গ-বিজেপিতে
মানিব্যাগ হাপিস সমাবেশ থেকে

মেয়ো রোডে বিজেপির পাল্টা কর্মসূচিতে যোগ দিয়ে মানিব্যাগ খোয়া যায় বিজেপি বিধায়ক অনুপ সাহা সহ মোট ২ বিধায়কের। মহিলা মোর্চার ডাকে এদিনের সভায় যোগ দিতে এসেছিলেন বিজেপির একাধিক বিধায়ক। তার মধ্যে থেকেই দুজনের মানিব্যাগ খোয়া যায় বলে জানা গিয়েছে। সভা শেষ করে বের হওয়ার সময় বিষয়টি লক্ষ্য করেন তাঁরা।

Bharatiya Janata Party : ১০০০-এর মধ্যে মাত্র ৩২৪টি সভা বাংলায়!
বিজেপির প্রতিবাদ

সোমবার দিল্লিতে রাজঘাটে কেন্দ্রের আর্থিক বঞ্চনার প্রতিবাদে ধরনা কর্মসূচি গ্রহণ করেছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এদিন প্রথমে গান্ধী মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। আজকের কর্মসূচির পর আগামী কাল ৩ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সংয়ের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তৃণমূল প্রতিনিধি দলের। এই কর্মসূচির প্রতিবাদে কলকাতা মেয়ো রোড এদিনের কর্মসূচি পালন করে বিজেপি।

‘মুখ্যমন্ত্রীর কোলে অধীর চৌধুরী দোলে’!

তৃণমূলের পালটা হুঁশিয়ারি

এদিনের কর্মসূচি থেকে রাজ্যে বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন বিজেপি নেতারা। বিধাসভায় একটি প্রতিবাদ কর্মসূচিতে শুভেন্দু জানান, কেন্দ্রীয় সরকার যথেষ্ট অর্থ ব্যয় করেছে রাজ্যের একাধিক প্রকল্পে। উল্টে, রাজ্যে কয়েক কোটি ভুয়ো জব কার্ড বাতিল করা হয়েছে, সেই ক্ষেত্রে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে আওয়াজ তোলেন শুভেন্দু। এমনকি রাজ্যের এই প্রকল্পে সিবিআই তদন্তের দাবি জানান তিনি।

প্রতিদিন খবরের আপডেট পেতে এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *