পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘটনার বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়েই তৈরি হচ্ছে সিনেমা। সদ্য প্রকাশিত হয়েছে ছবির ট্রেলার। এই ট্রেলারই দেখা যাচ্ছে ‘খাগড়াগড় কাণ্ড’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। পরিচালক নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় নয়া ছবির নাম, ‘রক্তবীজ।’ এবারের দুর্গা পুজোতেই সিনেমা হলে দেখতে পাবেন দর্শকরা। এবারে খোলামেলা আড্ডায় আমরা চলে এলাম দেবলীনা কুমারের সঙ্গে। দেখুন সেই ভিডিয়ো,,, বিনোদন, দেশ, বিদেশ, রাজ্য রাজনীতি নিয়ে সমস্ত প্রকার খবরে আপডেটেড থাকতে আপনাদের চোখ রাখতে হবে এই সময় ডিজিটালে। Watch The Bengali Video