Dooars Tour : ডুয়ার্সে দুর্ঘটনায় মৃত্যু মধ্যমগ্রামের পর্যটকের – madhyamgram tourist lost life in an accident in dooars jungle safari


এই সময়: ডুয়ার্স ঘুরতে এসে জঙ্গল সাফারি করে ফেরার সময় দুর্ঘটনায় মৃত্যু হলো মধ্যমগ্রামের এক পর্যটকের। মৃতের নাম প্রতিমা দে (৬১)। গুরুতর জখম আরও ৭ জন। এঁদের মধ্যে বেশির ভাগই ঢাকুরিয়ার বাসিন্দা। রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে গোরুমারা জাতীয় উদ্যান লাগোয়া ৩১ নম্বর জাতীয় সড়কে। এ দিন লাটাগুড়ি থেকে একটি জিপসি গাড়ি পর্যটকদের নিয়ে যাত্রাপ্রসাদে নজরমিনার ঘুরে ৩১ নম্বর জাতীয় সড়কে উঠে লাটাগুড়ি ফেরত যাচ্ছিল।

তখনই উলটো দিক থেকে ছুটে আসে একটি দুরন্ত গতির ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জিপসিটিকে ধাক্কা মারে। সংঘাতের অভিঘাত এতটাই বেশি ছিল যে, জিপসিটি গুঁড়িয়ে যায়। পথচলতি মানুষেরাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ক্রান্তি ফাঁড়ির পুলিশ ও গোরুমারার বনকর্মীরা।

Jungle Safari in Dooars : ডুয়ার্সে হাতি সাফারিতে বিপত্তি! পুজোর আগে জঙ্গলপ্রেমী পর্যটকদের জন্য দুঃসংবাদ
আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে রয়েছেন ঢাকুরিয়ার বাসিন্দা মাধবী মল্লিক, মীরা মল্লিক এবং মধ্যমগ্রামের সুমিতা দত্ত। মৃত প্রতিমার বাড়িও মধ্যমগ্রামে। জঙ্গলের বুক চিরে চলে যাওয়া ৩১ নম্বর জাতীয় সড়কে চলাচলকারী গাড়িগুলির অনিয়ন্ত্রিত গতিবেগ নিয়ে সরব হয়েছে বন দফতর।

Siliguri Landslide: শিলিগুড়ির রাস্তায় ধসের জেরে ঘুরপথে গাড়ি, বুকিং বাতিলের আশঙ্কায় হোটেল-গাড়ি মালিকরা
উত্তরবঙ্গের বন্যপ্রাণ শাখার মুখ্য বনপাল রাজেন্দ্র জাখর বলেন, ‘দুর্ঘটনাটি সংরক্ষিত বনাঞ্চলের বাইরে হয়েছে। কিন্তু জঙ্গলপথে আমরা বারবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে স্পিডব্রেকার প্রতিস্থাপন করার আবেদন জানিয়েও কোনও রকম সহযোগিতা পাইনি। আর পর্যটকদের নিয়ে জঙ্গল ভ্রমণের সময় জিপসির গতিবেগ কখনই বেশি থাকে না। এছাড়াও জিপসিগুলির ফিটনেস সার্টিফিকেট নিয়মিত ভাবে পরীক্ষা করা হয়। সুতরাং আমার ধারণা, ছোট গাড়িটির অত্যধিক গতিই দুর্ঘটনা ডেকে এনেছে। বাকিটা পুলিশি তদন্তে প্রমাণিত হবে।’

Snakes Bite : সাপে কাটা বন্যপ্রাণীদের এভিএস দেবে স্বাস্থ্য দফতর
তবে বন দফতরের অভিযোগ নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *