Durga Puja Pandal : মাটি রক্ষায় ভুট্টা দিয়ে দুর্গা প্রতিমা! প্রাক্তন পুলিশকর্মীর ‘শিল্প’ দেখতে তুঙ্গে উৎসাহ – malda ex policeman making durga puja idol with corn


মাটি রক্ষায় ভুট্টা গাছের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা। মাটি রক্ষার বার্তা দিতে অভিনব দুর্গা প্রতিমা তৈরি করছেন মালদার বাসিন্দা অবসরপ্রাপ্ত হোমগার্ড কর্মী বিষ্ণুচন্দ্র সাহা। ভারতীয় শিল্পের সঙ্গে পাশ্চাত্য শিল্পের মেলবন্ধনে ফুটে উঠছে দেবী দুর্গার মূর্তি। বিষ্ণুচন্দ্রের হাতের ছোঁয়ায় একই সঙ্গে রূপ পাচ্ছে লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতী। আর উমার এই মূর্তি নিয়েই এখন আগ্রহ তুঙ্গে। মালদা শহরের দুই নম্বর গভর্নমেন্ট কলোনি বাঘাযতীন ক্লাবে দেখতে পাওয়া যাবে এই অভিনব প্রতিমা।

Durga Pujo 2023 : ফাইবারের বদলে বিদেশে যাচ্ছে পেপার পাল্পের দুর্গা
ভুট্টার দানা, খোসা, মঞ্জুরী ব্যবহার করেই সাজছেন উমা। দুর্গা প্রতিমার মধ্যে বৃন্দাবনে নক্সার সঙ্গে পাশ্চাত্যের গোদনা, ও বর্তমানে ট্যাটো শিল্পকে তুলে ধরা হয়েছে। বিষ্ণুপদ জানিয়েছে, দুর্গা তৈরিতে মাটির কোনওরকম ব্যবহার নেই। খড়, ধানের তুষ, গমের ভুসি এই তিন উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে প্রতিমার কাঠামো। তার ওপরে মাটির বদলে ভুট্টার খোসার প্রলেপ দেওয়া হয়েছে। আঠার সাহায্যে কাঠামোর ওপর ভুট্টার খোসা দিয়ে তৈরি করা হচ্ছে প্রতিমা। প্রতিমার সাজে ব্যবহার করা হচ্ছে ভুট্টার দানা ও ভুট্টার মঞ্জুরি।

Durga Puja Mahalaya 2023: এখনই উপচে পড়া ভিড় ! কল্যাণীর ITI মোড়ের পুজোয় এবারও মেগা ধামাকা , ৫০ কোটির গয়নার মোড়া প্রতিমা
মঞ্জুরি পাকিয়ে বিভিন্ন নক্সা তৈরি করা হচ্ছে। এই মঞ্জুরির সাহায্যেই তৈরি করা হয়েছে ট্যাটু।গ্রাম বাংলার ঐতিহ্য গোধনা। এই গোধনা পাশ্চাত্যে ট্যাটু হিসেবেই পরিচিত। দুর্গা প্রতিমার সাজের মধ্যে এই বার্তায় তুলে ধরতে চেয়েছেন শিল্পী। সম্পূর্ণ নিজস্ব চিন্তাভাবনা থেকেই এমন প্রতিমা তৈরীর পরিকল্পনা শিল্পী বিষ্ণুচন্দ্র সাহার।

বিগত কয়েক বছর ধরেই তিনি মাটি ছাড়া বিভিন্ন উপকরণ দিয়ে প্রতিমা তৈরি করে দর্শকদের তাক লাগিয়ে এসেছেন। তাই এই বছরও অভিনব পরিকল্পনা। গত ছয় মাস ধরে তিনি এই প্রতিমা তৈরি করছেন। এখনও অবধি প্রতিমা তৈরিতে ৭০০টি ভুট্টা ব্যবহার করা হয়েছে। প্রতিমা তৈরির জন্য ৩০ কেজি ভুট্টা কিনেছিলেন বিষ্ণুপদ। প্রতিমা তৈরিতে ব্যবহার করা হচ্ছে ভুট্টাগাছও।

Durga Puja 2023 : দুর্গাপুজোয় ৩ দিন ছুটির দাবি বাংলাদেশে, কী করবে হাসিনা প্রশাসন?
কী কারণে ভুট্টার প্রতিমা তৈরির করা ভাবনা? প্রতিমা শিল্পীর মতে, ভুট্টা পচনশীল। প্রতিমা বিসর্জনের সময় ভুট্টা ও অন্যান্য সামগ্রী জলে পচে মাছের খাবার হবে। এই প্রতিমা জল দূষণ করবে না। একদিকে যেমন তিনি মাটি রক্ষার বার্তা দিচ্ছেন পাশাপাশি পরিবেশের দূষণ রোধ করারও বার্তা দিচ্ছেন এই শিল্পের মধ্যে দিয়ে।

বিষ্ণুপদ বলেন, ‘বাবার হাত ধরেই প্রতিমা তৈরি কাজ শেখা। হোমগার্ডের কাজ করার সময় অসুবিধা হত। কিন্তু থেমে থাকিনি। ক্রমশ ভূমিক্ষয়, ভাঙন এই সমস্ত কারণে প্রতিমা তৈরি জন্য মাটির আকাল। মৃৎশিল্পীরা হিমশিম খাচ্ছেন মাটির জোগান পেতে। মাটি ছাড়াও যে প্রতিমা তৈরি করা যায়, সেই বার্তাই দেওয়ার চেষ্টা করেছি।’

সব খবর সবার আগে এই সময় ডিজিটালে। হোয়াটস্যাপ চ্যানেল : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *