অবহাওয়া দফতরর জানাচ্ছে, এখনই বৃষ্টি কমার সম্বাবনা নেই। আগামী বুধবার পর্যন্ত এভাবেই একনাগাড়ে হতে পারে বৃষ্টি। তাই আগে থেকেই সতর্ক হচ্ছে ডিভিসি কর্তৃপক্ষ। ড্যামে জমা রয়েছে প্রচুর পরিমাণে জল। যদি টানা কিছুদিন বৃষ্টি হয়, তাহলে বাধ্য হয়ে বেশি পরিমানে জল ছাড়তে হবে ডিভিসিকে। এদিকে দামোদরের জল ছাড়ায় রাজ্যের নিম্ন অববাহিকা অঞ্চল, বিশেষত হাওড়া ও হুগলিতে যেন তার কোনও প্রভাব না পড়ে, সেই দিকেও নজর রাখা হচ্ছে।
শনিবার বিকেলের পর থেকে নতুন করে আসানসোল শিল্পাঞ্চলে বৃষ্টি শুরু হওয়ায় সেই জল তামলা, গাড়ুই, নুনিয়া নদী হয়ে দামোদরে গিয়ে মিশবে। এরপর তা পৌঁছবে দুর্গাপুর ব্যারাজে। এর ফলে ডিভিসির জলাধারগুলির উপর চাপ বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির জেরে ডিভিসি-র জল ছাড়ার ঘটনা নতুন কিছু নয়। প্রায় প্রতিবছরই এই ঘটনার সাক্ষী থাকেন রাজ্যবাসী। আবার ডিভিসি জল ছাড়লে হাওড়া ও হুগলির বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় বলেও অভিযোগ ওঠে। এই নিয়ে ফি বছর রাজ্য ও ডিভিসির মধ্যে বক্তব্য-পালটা বক্তব্যও শোনা যায়। এই বছরও জল ছাড়া শুরু করল ডিভিসি। বৃষ্টি এভাবে চলতে থাকলে আগামীদিনে আরও জল ছাড়তে পারে ডিভিসি। সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। কারণ আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় চলবে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত। সেক্ষেত্রে পরিস্থিতি এখন কোন দিকে যায় সেটাই দেখার।
সারাদিনে যেখনে যা ঘটছে, সবকিছু জানতে এখনই ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A