DVC Water Release : প্রথম পর্যায়েই ১ লাখ কিউসেক জল ছাড়ল ডিভিসি, হাওড়া-হুগলিতে কি পুজোর আগেই বন্যা পরিস্থিতি? – dvc releases one lakh cusec water today from maithon and panchet dam


দামোদর অববাহিকায় নিম্নচাপ ও টানা বর্ষণের জেরে জল ছাড়ল ডিভিসি। মাইথন জলাধার থেকে ৪৫ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ৫৫ হাজার কিউসেক, মোট ১ লাখ কিউসেক জল ছাড়ল ডিভিসি কর্তৃপক্ষ। দু’টি জলাধারের ৬টি স্লুইস গেট খোলা হয়েছে। ডিভিসি সূত্র খবর, একদিকে যেমন দামোদর উপত্যকা এলাকায় গত দু’দিন ধরে বেশি বৃষ্টি হওয়ায় সেই জল মাইথন জলাধারে এসে জমা হয়েছে, অন্যদিকে তেমনই ঝাড়খণ্ডের তেনুঘাট থেকে জল ছাড়ায়, সেই জল পাঞ্চেত জলাধারে এসে জমা হয়েছে। ফলে ঝাড়খণ্ডে অতিভারী বৃষ্টির জেরে, মাইথন ও পাঞ্চেত জলাধারের জল বিপদসীমার উপরে চলে আসার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অবহাওয়া দফতরর জানাচ্ছে, এখনই বৃষ্টি কমার সম্বাবনা নেই। আগামী বুধবার পর্যন্ত এভাবেই একনাগাড়ে হতে পারে বৃষ্টি। তাই আগে থেকেই সতর্ক হচ্ছে ডিভিসি কর্তৃপক্ষ। ড্যামে জমা রয়েছে প্রচুর পরিমাণে জল। যদি টানা কিছুদিন বৃষ্টি হয়, তাহলে বাধ্য হয়ে বেশি পরিমানে জল ছাড়তে হবে ডিভিসিকে। এদিকে দামোদরের জল ছাড়ায় রাজ্যের নিম্ন অববাহিকা অঞ্চল, বিশেষত হাওড়া ও হুগলিতে যেন তার কোনও প্রভাব না পড়ে, সেই দিকেও নজর রাখা হচ্ছে।

DVC Water Release Today : ঝাড়খন্ডে টানা বৃষ্টিতে জল ছাড়া শুরু করল ডিভিসি
শনিবার বিকেলের পর থেকে নতুন করে আসানসোল শিল্পাঞ্চলে বৃষ্টি শুরু হওয়ায় সেই জল তামলা, গাড়ুই, নুনিয়া নদী হয়ে দামোদরে গিয়ে মিশবে। এরপর তা পৌঁছবে দুর্গাপুর ব্যারাজে। এর ফলে ডিভিসির জলাধারগুলির উপর চাপ বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

West Bengal Rain News : বৃষ্টির বিরাম নেই বঙ্গে, আজ ৪ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস
প্রসঙ্গত, বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির জেরে ডিভিসি-র জল ছাড়ার ঘটনা নতুন কিছু নয়। প্রায় প্রতিবছরই এই ঘটনার সাক্ষী থাকেন রাজ্যবাসী। আবার ডিভিসি জল ছাড়লে হাওড়া ও হুগলির বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় বলেও অভিযোগ ওঠে। এই নিয়ে ফি বছর রাজ্য ও ডিভিসির মধ্যে বক্তব্য-পালটা বক্তব্যও শোনা যায়। এই বছরও জল ছাড়া শুরু করল ডিভিসি। বৃষ্টি এভাবে চলতে থাকলে আগামীদিনে আরও জল ছাড়তে পারে ডিভিসি। সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। কারণ আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় চলবে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত। সেক্ষেত্রে পরিস্থিতি এখন কোন দিকে যায় সেটাই দেখার।

সারাদিনে যেখনে যা ঘটছে, সবকিছু জানতে এখনই ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *