DVC Water Release Howrah : হাওড়ায় বন্যা পরিস্থিতির আশঙ্কা? হঠাৎ করেই এলাকা পরিদর্শে জেলাশাসক – dvc release water may cause flood situation in different parts of howrah


কোটাল এবং ডিভিসির ছাড়া জল হাওড়া জেলার দীপাঞ্চলে ঢুকতে শুরু করেছে। এরসঙ্গে সোমবার দুর্গাপুর ব্যারেজ থেকে ডিভিসি প্রায় দেড়লাখ কিউসেকের উপর জল ছেড়েছে। সেই জল মঙ্গলবার বেলা ১১টা নাগাদ দীপাঞ্চলে ঢুকতে শুরু করবে। আর সেই কারণে এখন থেকেই বন্যার আশঙ্কায় ভুগতে শুরু করেছে দীপাঞ্চলের বাসিন্দারা। তবে শুধু দীপাঞ্চল নয়, যেভাবে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হচ্ছে তাতে হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দারা ও বন্যার আশঙ্কা করছেন।

DVC Water Release Today 2023 : জল ছাড়ার পরিমাণ বাড়াল ডিভিস, হলুদ সতর্কতা জারি
এদিকে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, এই সম্ভাবনা থেকে সোমবার বিকেলে উদয়নারায়ণপুর এবং আমতা পরিদর্শনে যান হাওড়ার জেলাশাসক দীপপ্রিয়া পি। তিনি দুটি বিধানসভার বেশ কয়েকটি এলাকা পরিদর্শনের পাশাপাশি ব্লক প্রশাসনের সঙ্গে আলোচনা করেন।

এদিকে বন্যার আশঙ্কায় ইতিমধ্যে দীপাঞ্চলের ঘোড়াবেড়িয়া চিৎনান ও ভাটোরা গ্রাম পঞ্চায়েত এলাকায় ৪টি করে মোট ৮টি ত্রান শিবির খোলা হয়েছে। আমতার বিধায়ক সুকান্ত পাল জানিয়েছেন, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন বিধায়ক। কিন্তু গ্রামবাসীদের মধ্যে উদ্বেগ ক্রমেই বাড়ছে।

West Bengal Flood Alert: ভারী বৃষ্টিতে বন্যার আশঙ্কা! ৭ জেলা নিয়ে সতর্ক নবান্ন, জারি নির্দেশিকা
ভাটোরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অশোক গায়েন বলেন, ‘সোমবার বিশেষ গ্রাম সংসদ ডাকা হয়েছিল। প্রত্যোককেই পরিস্থিতি সর্ম্পকে সচেতন করা হয়েছে। পাশাপাশি তাদের পাড়ায় পাড়ায় গিয়ে প্রচার করতে বলা হয়েছে। এলাকার লোকেদের খাদ্য মজুদ রাখতে বলা হয়েছে। তবে কালোবাজারির দিকটাও নজর রাখা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।’

উত্তর ভাটোরার বাসিন্দা পার্থপ্রতিম বেরা বলেন, ‘এবার শুনেছি মুন্ডেশ্বরী নদী দিয়ে বেশী জল প্রবাহিত হবে। ফলে এবারে অন্যবারের থেকেও বেশী প্লাবনের আশঙ্কা করছি। সবজি চাষ করেছিলাম। সেইসব নষ্ট হবে। এটা প্রতিবছর আমাদের এখানকার সমস্যা। বিষয়টি নিয়ে প্রশাসনের ভাবনা করা উচিত। নইল প্রত্যেক বছরই আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয়।’

DVC Water Release Today : ঝাড়খন্ডে টানা বৃষ্টিতে জল ছাড়া শুরু করল ডিভিসি
মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে প্রচুর পরিমাণ জল ছেড়েছে ডিভিসি। সব মিলিয়ে মোট ১ লাখ ৩০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। বিপুল পরিমাণ জল ছাড়ার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জানা গিয়েছে মাইথন খেকে ৫৫ হাজার ও পাঞ্চেত থেকে ৭৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। ২টি জলাধারের ৬টি সুইস গেট খুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সব খবর জানার একমাত্র ঠিকানান এই সময় ডিজিটল। ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *