Koustav Bagchi Congress : তৃণমূলে নরম কৌস্তভ? গান্ধীঘাটে কংগ্রেস নেতার মন্তব্য নিয়ে চর্চা – koustav bagchi congress leader slams trinamool congress on delhi dharna issue


রাজ্য শীর্ষনেতৃত্বে সরাসরি নিশানা করে পদ খুইয়েছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। কিন্তু তাতেও দমার পাত্র নন এই এই আইনজীবী নেতা। কৌস্তভের মুখে বিরোধিতা দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশংসা শোনা যাওয়ার পর তৈরি হয়েছিল জল্পনা। চাকরিপ্রার্থীদের বিক্ষোভ মিছিলে পাশাপাশি হাঁটতে দেখা গিয়েছে শুভেন্দু-কৌস্তভকে। শুরু হয়েছে কংগ্রেস নেতার BJP-তে যোগদানের জল্পনা। আর গান্ধী জয়ন্তীর দিন এই নিয়ে মুখ খুললেন কৌস্তভ। স্পষ্ট করলেন নিজের রাজনৈতিক অবস্থান।

Suvendu Adhikari And Koutav Bagchi : কৌস্তভের ‘হাত’-এ উঠে আসবে পদ্ম? প্রশংসার পর এবার শুভেন্দুর সঙ্গে একই মিছিলে কংগ্রেস নেতা
সোমবার গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে ব্যারাকপুর গান্ধীঘাটে আসেন কৌস্তভ। জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করার পর সাংবাদিকদের হয়ে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন কংগ্রেস নেতা। তিনি জানিয়ে দেন, বিজেপিতে যোগদানের কোনও সম্ভাবনা নেই। নীতি আদর্শের পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্রের বিজেপির সঙ্গে ও রাজ্যে তৃণমূলের সঙ্গে লড়াই চলবে।

কী বললেন কৌস্তভ?

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৌস্তভ বলেন, ‘আমার চিন্তাধারা বা মতবাদেও কোনও পরিবর্তন হয়নি। আদর্শতে বিশ্বাস করে গান্ধীঘাটে এসেছি। অনেকে আমাকে বিজেপি বিজেপি বলে দাগিয়ে দিচ্ছে! কিন্তু মণিপুর ইস্যুতে আমি বিজেপিকে ছেড়ে কথা বলিনি। আমার লড়াই কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে। কিন্তু আমি যেহেতু রাজ্যে রাজনীতি করি, তাই আক্রমণের ৬০ শতাংশ তির থাকবে তৃণমূলের দিকে। এখানে কোনও লজ্জা বা লুকোচুরির জায়গা নেই।’

Adhir Chowdhury Mamata Banerjee : মমতাকে কুকথায় অধীরকে পরামর্শ পাওয়ারের, কী বলছেন তৃণমূল-কংগ্রেসের বঙ্গ নেতারা?
তৃণমূলের দিল্লি ধরনাকে কটাক্ষ, মুখ্যমন্ত্রীকে নিশানা

তৃণমূলের দিল্লির ধরনাকে কটাক্ষ করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন কৌস্তভ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কংগ্রেস নেতা বলেন, ‘মুখ্যমন্ত্রীর দল অনুদানের জন্য দিল্লি গিয়েছেন ভালো কথা। কিন্তু যে বিপুল টাকা ব্যয় করা হচ্ছে, তা গরিব মানুষকে দিতে পারত। যতই হোক রাজ্যের দাবিদাওয়াকে আমরা সমর্থন করি। তবে একই সঙ্গে এটাও মনে করছি, কারও থেকে টাকা নিলে হিসেব অবশ্যই দেওয়া উচিত।’

Mamata Banerjee : মমতাকে লাগাতার নিশানা অধীরের: শরতের উষ্মা প্রকাশ
উল্লেখ্য, প্রদেশ কংগ্রেস সভাপতি ও কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর সঙ্গে কৌস্তবের মতানৈক্য আগেই প্রকাশিত হয়েছিল। নাম না করে কৌস্তবকে ‘অতিবিপ্লবী’ বলে কটাক্ষ করেন অধীর। পালটা একের পর এক ফেসবুক পোস্ট ও সাক্ষাতকারে রাজ্যের কংগ্রেস নেতাদের কটাক্ষ করেন কৌস্তভ। আগামী দিনে তিনি দলবদলের মতো কোনও সিদ্ধান্ত নেন কি না, সেটাই দেখার।

সব খবর পেয়ে যান এক নিমেষে। ফলো করুন এই সময় ডিজিটাল : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *