Raiganj News: সাপকে গিলে খাচ্ছে আরেক সাপ, গৃহস্থ বাড়ির বাথরুমে ‘দঙ্গলে’ হুলস্থুল কাণ্ড – rare species snake swallow other snake found in local house at raiganj


Snake Fight Video: এক সাপ গিলে খাচ্ছে আরেক সাপকে। টিভির অ্যানিম্যাল প্ল্যানেট বা আমাজনের জঙ্গলের দৃশ্য নয়, এমন ভয়াবহ দৃশ্য দেখা গেল গৃহস্থ বাড়িতে। এভাবে চোখের সামনে বাড়ির মধ্যে দুই সাপের দক্ষযজ্ঞে ছড়াল ব্যাপক আতঙ্ক। বিষাক্ত সাপের সঙ্গে আরেক সাপের লড়াই দেখে ভয় পেয়ে যায় বাড়ির বাসিন্দারা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের চন্ডীতলা এলাকায়।

Paschim Medinipur News : হাঁড়ির ভিতরে বিষধর সাপ, ‘গায়েব’ আসল গয়না! ২ ভণ্ড সাধুর কারসাজিতে সর্বসান্ত পরিবার
বিরল প্রজাতির সাদা বর্নের কালাচ সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। জানা গিয়েছে, স্থানীয় রাজু লোহার নামের এক ব্যক্তির বাড়ির শৌচালয় থেকে এই সাদা কালাচ সাপটি উদ্ধার করে রায়গঞ্জের একটি পশুপ্রেমী সংস্থা। কালাচ সাপ সাধারণত কালো রং-এর হয় কিন্তু এটির গায়ের রং সাদা। জেলায় সম্ভবত প্রথম এই সাদা কালাচ উদ্ধার হল বলেই মনে করছে পশুপ্রমীরা। এই সাপটিকে বন দপ্তরের মাধ্যমে তার স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হবে বলেই জানা গিয়েছে পশুপ্রেমী সংস্থার পক্ষ থেকে।

Kharagpur Dacoity News: ফিল্মি কায়দায় ডাকাত পাকড়াও, পুলিশের দক্ষতার পুরস্কার ৬০ হাজার টাকা
পশুপ্রেমী সংস্থার কর্ণধার গৌতম তান্তিয়া বলেন, “রায়গঞ্জের চন্ডিতলায় রাজু লোহার এর বাড়ীর বাথরুম থেকে একটি Albino Krait (সাদা কালাচ) উদ্ধার করা হয়েছে। কালাচ সাপ সাধারণত কালো রঙের হয় এবং তার গায়ে সাদা সাদা চুরির মত ব্যান্ড থাকে। কিন্ত, উদ্ধার করা এই সাপটি ধবধবে সাদা রঙের কালাচ সাপ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মেলানিন এর অভাবে পিগমেন্টেশন না হওয়ার জন্য কিছু কিছু সাপের গায়ের রং একেবারেই সাদা হয়ে যায়। এটা সেই ধরনেরই একটি সাপ। তবে সাদা কালাচ খুবই বিরল প্রজাতির সাপ। জেলায় সম্ভবত প্রথম এই সাদা কালাচ উদ্ধার হল । এই সাপটিও প্রচন্ড বিষাক্ত একটি সাপ। উদ্ধার করার সময় সাপটি একটি ঘরচিতি সাপকে ধরে খাচ্ছিল। এক সাপকে আরেক সাপকে ধরে খেতে দেখে আরও আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির মানুষজন।

Medinipur News: পরিত্যক্ত সদ্যোজাত শিশুদের জন্য চালু ‘পালনা’ প্রকল্প, মেদিনীপুর প্রশাসনের উদ্যোগ
জানা গিয়েছে, উদ্ধার হওয়া এই সাপটিকে বন দফতরের মাধ্যমে তার স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হবে। তিন মাস আগে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় সংলগ্ন বনপাহাড় থেকে একটি বিরল প্রজাতির কৃষ্ণ কালাচ সাপ উদ্ধার করা হয়েছিল। আবারও একটি বিরল প্রজাতির সাপ রায়গঞ্জ থেকে উদ্ধার হল। চারিদিক জলে ভরে যাওয়ার জন্য প্রচুর সাপ তাদের বাসস্থান থেকে বেরিয়ে মানুষের বাড়ি ঘরে ঢুকে যাচ্ছে। সাপ উদ্ধারের পাশাপাশি মানুষকে সাপ সম্পর্কে সচেতন করা হচ্ছে। তাদের বার বার বলা হচ্ছে যে সাপে কামড়ালে তারা যেন ওঝা , গুনিনের কাছে না গিয়ে সোজা হাসপাতালে যান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *