Salt Lake Sector V accident : সেক্টর ফাইভে দুর্ঘটনা! প্রাইভেট গাড়ির সঙ্গে সংঘর্ষ, ডিভাইডারে ধাক্কা বাসের – salt lake sector five accident bus collides with private car ten injured


ছুটির শহরে দুর্ঘটনা। রাজ্যের তথ্য প্রযুক্তি হাব হিসেবে পরিচিত সল্টলেক সেক্টর ফাইভে এই দুর্ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ সেক্টর ফাইভের কলেজ মোড়ে দুর্ঘটনাটি ঘটে। একটি বাস ও গাড়ির মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন বাসযাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনা দুই বাইক চালকও আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

TMC Delhi Protest : দুর্ঘটনার কবলে দিল্লিগামী তৃণমূলের বাস, আহত একাধিক ১০০ দিনের শ্রমিক
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। KB16 রুটের একটি বাসের সঙ্গে এই প্রাইভেট গাড়ির সংঘর্ষ হয়। KB16 রুটের বেসরকারি বাসটি গোদরেজ ওয়াটারসাইডের দিক থেকে করুণাময়ীর দিকে যাচ্ছিল। অন্যদিকে প্রাইভেট গাড়িটি নিউটাউনের দিক থেকে নিকোপার্কের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময়ই ঘটে দুর্ঘটনা। সেই সময় বাসে মোট ৩০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১০ জন আহত হয়েছে। এয়ারব্যাগ খুলে যাওয়ায় প্রাইভেট গাড়িতে থাকা দুই যাত্রীর কোন আঘাত লাগেনি। দুই মোটবাইক চালকও আহত হয়েছেন।

Traffic Update Kolkata : গান্ধী জয়ন্তীতে শহরে মিটিং-মিছিল? সপ্তাহের শুরুতেই ভোগান্তি, জানুন ট্রাফিক আপডেট
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিগন্যাল খোলা থাকায় প্রাইভেট গাড়িটি দ্রুত গতিতে নিকো পার্কের দিকে যাচ্ছিল। সেই সময় KB16 রুটের বাসটি সিগন্যাল ভেঙে করুণাময়ীর দিকে যাওয়ার চেষ্টা করে। তখনই প্রাইভেট গাড়িটি সজোরে এসে বাসে ধাক্কা মারে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে। এই ঘটনা বাসে থাকা যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। ক্রেন নিয়ে এসে বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার ফলে যানচলাচলে সাময়িক প্রভাব পড়েছিল। তবে ছুটির দিন হওয়ায় অফিসযাত্রীদের হেনস্থার মুখোমুখি হতে হয়নি।

সঞ্জয় নস্কর নামে বাসে থাকা এক যাত্রী বলেন, ‘আমি বাসের পিছনের সিটে বসেছিলাম। অন্য একটি বাসের সঙ্গে রেষারেষি করতে গিয়ে হঠাৎ করে জোরে চালাতে শুরু করে। তখনই একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ডিভাইডারে গিয়ে বাসটি ধাক্কা মারে। প্রায় উলটে গিয়েছিল বাসটি। এখানে প্রত্যেকদিন বেসরকারি বাসগুলির মধ্যে রেষারেষি হয়। সামনের দিকে যাঁরা ছিলেন তাঁরা আহত হয়েছেন। তবে আমার কোনও আঘাত লাগেনি।’

Toy Train Darjeeling : দার্জিলিঙে লাইনচ্যুত টয়ট্রেন, শনির সকালে পাহাড় তোলপাড়
সেক্টর ফাইভে শহরের অন্যতম অফিস পাড়া। ছুটির দিন বাসের রেষারেষির কারণে এই এমন দুর্ঘটনা ঘটায় পুলিশ নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, রাস্তায় গাড়ি কম ছিল। অন্যদিন হলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল।

হোয়াটসঅ্যাপেই খবর! জয়েন করুন এই সময় ডিজিটালের চ্যানেল : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *