Siliguri News : মদ খেয়ে বাড়িতে নিয়মিত অশান্তি ছেলের, ‘চরম সাজা’ দিল বাবা – father allegedly killed his son at siliguri matigara


ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাটিগাড়া থানার পুলিশ। শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ার নিশ্চিন্তপুর চা বাগান এলাকার ঘটনা বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়েই এলাকায় যায় পুলিশ। ঘটনাস্থল থেকে, অস্ত্র-সহ অভিযুক্ত ব্যক্তি কুটনু শবরকে গ্রেফতার করা হয়েছে।

ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তির ছেলে মদ্যপ অবস্থায় বাড়িতে এসে ঝামেলা করত। এই নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকত। রবিবার রাতেও অশান্তি শুরু হয়। সেই সময়ই রাগের মাথায় ছেলেকে কুপিয়ে খুন করে ওই ব্যক্তি। এরপরই স্থানীয়রা পুলিশকে খবর দেয়। জানা গিয়েছে, নিহতের নাম বিশাল শবর, বয়স আনুমানিক ৩০ বছর।

Gaighata Murder Case : মদ্যপ অবস্থায় উৎপাত, প্রতিবাদ করতেই বৃদ্ধাকে পিটিয়ে খুন! নেপথ্যে TMC নেতার উস্কানি?
স্থানীয়রা জানাচ্ছেন, হামেশাই বাড়িতে মদ্যপ অবস্থায় এসে অত্যাচার চালাত বিশাল। যার জেরে তার স্ত্রীও বাপের বাড়ি চলে যায়। বিশালের দুই মেয়ে রয়েছে। সংসারে নুন আনতে পান্তা ফুরান অবস্থা। মদের নেশা করার জন্য টাকা জোগাড় করতে, বাড়িতে অশান্তি চালাত বলে অভিযোগ। এমনকী গত ছয় মাস আগে, বিশাল তার বাবাকে প্রচণ্ড মারধরও করেছিল বলে জানা যায়। সেই সময় গ্রামবাসীরাই কুটনুকে তার ছেলের হাত থেকে বাচায় বলে জানা গিয়েছে।

Uttar Pradesh News : প্রথম পক্ষের ছেলের সঙ্গে দ্বিতীয় স্ত্রীর পরকীয়া! সন্দেহের বশে চরম পদক্ষেপ স্বামীর
রবিবার রাতেও বিশাল মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরেছিল। বাড়িতে ফিরেই সে ঝামেলা শুরু করে বলে জানা গিয়েছে। সেই সময় বাবা ছেলের মধ্যে ধাক্কাধাক্কি ও ব্যাপক বচসা শুরু হয়। স্থানীয় সূত্রে খবর, ঝামেরা মাঝেই কুটনু ঘর থেকে ধারাল একটি অস্ত্র নিয়ে এসে ছেলের উপর হামলা চালায়। তাতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই বিশাল। তড়িঘড়ি তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার অভিযুক্ত ব্যক্তিকে শিলিগুড়ি আদালতে পেশ করে মাটিগাড়া থানার পুলিশ।

Online Game : অনলাইন লুডো খেলে পরিচয়, পরে ঘনিষ্ঠতা-শারীরিক সম্পর্ক! কিন্তু যুবতী বিয়ে না করতেই…
এর আগে গত জুলাই শিলিগুড়ির ফাঁসিদেওয়া এাকায় স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে স্বামী। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, বেশ কিছুদিন ধরেই নাকি স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় একটি মেলায় ঘুরতে গিয়েছিলেন ওই দম্পতি। বাড়িতে ফিরে খাওয়া দাওয়া সেরে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিলেন। অভিযোগ সেই সময়ই ধারল অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করে ওই ব্যক্তি। এরপর থানায় গিয়ে আত্মসমর্পণ করে সে।

সেরা খবরের জন্য ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *