WB Flood Alert: পুজোর মুখে বন্যার আশঙ্কা! ডিভিসি-এর পাশাপাশি কংসাবতী থেকেও জল ছাড়ার সিদ্ধান্ত – after dvc the irrigation and waterways department decide to release water from kangsabati river


পুজোর মুখে ফের বিপদের রক্তচক্ষু বাংলায়। শেষ কয়েকদিনে দক্ষিণবঙ্গে নিম্নচাপের জেরে দফায় দফায় লাগাতার বৃষ্টি। ঝাড়খণ্ডে অবস্থিত গভীর নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ একাধিক জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জেরে দফায় দফায় জল ছাড়ছে ডিভিসি। এরই মাঝে কংসাবতী জলাধার থেকেও জল ছাড়ার সিদ্ধান্ত। জল ছাড়ার ফলে বন্যা আশঙ্কায় কাঁপছে রাজ্যের একাধিক জেলা।

সোমবারই ঝাড়খণ্ডে নিম্নচাপের একটানা বৃষ্টির জেরে দফায় দফায় জল ছাড়ছে ডিভিসিও। সব মিলিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্যের সাত জেলায় বন্যার সতর্কতা জারি করেছে নবান্ন। রাজ্যের তরফে ঝাড়খণ্ড লাগোয়া জেলা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং হাওড়ার পরিস্থিতিতে নজর রাখা হয়েছে।

West Bengal Flood Alert: ভারী বৃষ্টিতে বন্যার আশঙ্কা! ৭ জেলা নিয়ে সতর্ক নবান্ন, জারি নির্দেশিকা
জানা গিয়েছে, অতি বৃষ্টির জেরে মুকুটমণিপুর জলাধারে বেড়ে গিয়েছে জলস্তর। তাই জলাধার থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সেচ দফতর। এদিন সকালে প্রথমে ওই জলাধার থেকে ৫ হাজার কিউসেক জল ছাড়া হয়। পরে দুপুর তিনটেতে আর ১০ হাজার কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত। সেচ দফতরের তরফ যদিও আশ্বস্ত করা হয়েছে এর জেরে কোনও বন্যা পরিস্থিতি তৈরি হবে না। কিন্তু, আতঙ্ক কাটছে না এলাকা বাসীর। অন্যদিকে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুষ্পষ্ট নিম্নচাপ যা ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে, যার জেরে আগামী দু-তিন দিন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছ। বৃষ্টি বাড়লে আরও জল ছাড়া হতে পারে। ফলে দুয়ের জোড়া ফলায় পুজোর আগে বিপর্যয়ের আশঙ্কায় কাঁটা এলাকাবাসী।

Kolkata Rain: বুধবার অবধি ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, দুই মেদিনীপুর-২৪ পরগনা-ঝাড়গ্রাম-পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি
গত তিনদিন টানা নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। যার জেরে পাঞ্চেৎ ও ডিভিসির পর এবার ৭৫ হাজার কিউসেক জল ছাড়ে দুর্গাপুর ব্যারেজ, যে কারণেই সোনামুখী পাত্রসায়ের ব্লকের দামোদর নদীর তীরবর্তী যে সমস্ত গ্রামগুলি রয়েছে এই গ্রামগুলিকে অগ্রিম সতর্কতা জানাচ্ছে স্থানীয় প্রশাসন। গ্রামে ঘুরে ঘুরে গ্রাম পঞ্চায়েত গুলির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে ইতিমধ্যেই তাদের বলা হচ্ছে সকলকেই সতর্ক থাকার জন্য এমনকি কেউ যাতে মাছ ধরতে নদীতে না যায়। সূত্রের খবর, বৃষ্টির পরিমাণ বাড়লে আরও জল ছাড়া হতে পারে।

জল ছাড়ছে ডিভিসি! ভাঙছে ব্রাহ্মণীর বাঁধ! বন্য়ায় ডুবছে গ্রাম!

Digha Hotel : ব্যাপক বৃষ্টিতে ট্যুর ক্যানসেল পর্যটকদের, দিঘায় ‘মাছি মারছেন’ ব্যবসায়ীরা
আবহাওয়া থেকে রাজ্য রাজনীতি যেকোনও খবরের চটপট আপডেটের জন্য এই সময় ডিজিটাল-কে হোয়াটস অ্যাপ চ্যানেলে ফলো করুন। ক্লিক করুন- https://bit.ly/eisamay-whatsapp-channel



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *