সোমবারই ঝাড়খণ্ডে নিম্নচাপের একটানা বৃষ্টির জেরে দফায় দফায় জল ছাড়ছে ডিভিসিও। সব মিলিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্যের সাত জেলায় বন্যার সতর্কতা জারি করেছে নবান্ন। রাজ্যের তরফে ঝাড়খণ্ড লাগোয়া জেলা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং হাওড়ার পরিস্থিতিতে নজর রাখা হয়েছে।
জানা গিয়েছে, অতি বৃষ্টির জেরে মুকুটমণিপুর জলাধারে বেড়ে গিয়েছে জলস্তর। তাই জলাধার থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সেচ দফতর। এদিন সকালে প্রথমে ওই জলাধার থেকে ৫ হাজার কিউসেক জল ছাড়া হয়। পরে দুপুর তিনটেতে আর ১০ হাজার কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত। সেচ দফতরের তরফ যদিও আশ্বস্ত করা হয়েছে এর জেরে কোনও বন্যা পরিস্থিতি তৈরি হবে না। কিন্তু, আতঙ্ক কাটছে না এলাকা বাসীর। অন্যদিকে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুষ্পষ্ট নিম্নচাপ যা ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে, যার জেরে আগামী দু-তিন দিন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছ। বৃষ্টি বাড়লে আরও জল ছাড়া হতে পারে। ফলে দুয়ের জোড়া ফলায় পুজোর আগে বিপর্যয়ের আশঙ্কায় কাঁটা এলাকাবাসী।
গত তিনদিন টানা নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। যার জেরে পাঞ্চেৎ ও ডিভিসির পর এবার ৭৫ হাজার কিউসেক জল ছাড়ে দুর্গাপুর ব্যারেজ, যে কারণেই সোনামুখী পাত্রসায়ের ব্লকের দামোদর নদীর তীরবর্তী যে সমস্ত গ্রামগুলি রয়েছে এই গ্রামগুলিকে অগ্রিম সতর্কতা জানাচ্ছে স্থানীয় প্রশাসন। গ্রামে ঘুরে ঘুরে গ্রাম পঞ্চায়েত গুলির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে ইতিমধ্যেই তাদের বলা হচ্ছে সকলকেই সতর্ক থাকার জন্য এমনকি কেউ যাতে মাছ ধরতে নদীতে না যায়। সূত্রের খবর, বৃষ্টির পরিমাণ বাড়লে আরও জল ছাড়া হতে পারে।
আবহাওয়া থেকে রাজ্য রাজনীতি যেকোনও খবরের চটপট আপডেটের জন্য এই সময় ডিজিটাল-কে হোয়াটস অ্যাপ চ্যানেলে ফলো করুন। ক্লিক করুন- https://bit.ly/eisamay-whatsapp-channel