Abhishek Banerjee News : ‘ফের যান…’, ED-র তলবে অভিষেকের আইনজীবীকে নির্দেশ ডিভিশন বেঞ্চের – calcutta high court hears abhishek banerjee appreciation about ed interrogation


বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলার শুনানি দুপুর সাড়ে বারোটায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। বিচারপতি সৌমেন সেন জানতে চান, আগেও কি অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন ইডির সমনে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সম্মতি জানালে, আজ অসুবিধা হলে পরে ইডির সমনে হাজির হওয়ার নির্দেশ দেন তিনি।

ED Recruitment Scam : ‘তদন্ত করার যোগ্যতা নেই’, ED আধিকারিককে অপসারণের নির্দেশ বিচারপতি সিনহার
কী জানা যাচ্ছে?

অভিষেকের আইনজীবী কিশোর দত্ত এদিন আদালতে জানায়, আজই সকাল সাড়ে দশটায় যাওয়ার কথা ছিল। মামলায় কোন পার্টি ছিলাম না। আদালত নজরদারি করতে পারে কিন্তু সুপারভাইস করতে পারে না বলে জানান তিনি। উল্লেখ্য, দিল্লিতে ধরনা কর্মসূচি থাকার কারণে আজকে ইডি সমনে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির হতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Kunal Ghosh News : স্পেনের পর আমেরিকা যাওয়ার আর্জি আদালতে, কেন বিদেশ সফর? মুখ খুললেন কুণাল
আদালতের ডিভিশন বেঞ্চে অভিষেক

অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌমেন সেন জানতে চান, আগেও কি গেছিলেন সিবিআই এর সমনে? আইনজীবী কিশোর দত্ত জানান, হ্যাঁ উনি গিয়েছিলেন। এরপরেই বিচারপতি জানান, তাহলে ফের যান। আজ যদি অসুবিধা হয় সেটা জানিয়ে পরে চলে যান।

Calcutta High Court : নিজের খরচে রাজ্যকে হুইল চেয়ার কিনে দেওয়ার নির্দেশ হাইকোর্টের
অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ

বিচারপতি অমৃতা সিনহা আগেই নির্দেশ দেন ED কে নিশ্চিত করতে হবে আগামী ৩ অক্টোবর অনুসন্ধান এবং তদন্ত যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতে হবে। যদিও নির্দিষ্ট কোনও নাম উল্লেখ করেননি তিনি। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে আবেদন করেন।

‘আরএসএস বলে দিয়েছে অভিষেক নির্দোষ! তাই ছাড়’!

ধরনা কর্মসূচিতে অভিষেক

লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির তদন্ত সংক্রান্ত মামলায় ৩ অক্টোবর সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ED তরফে। কিন্তু এই নির্দেশ আসার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন তিনি এই সমনে হাজিরা দিতে পারবেন না। ৩ অক্টোবর দিল্লিতে তিনি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচিতে থাকছেন। এমনকি ‘আটকাতে পারলে আটকে দেখাক’ বলেও মন্তব্য করতে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

প্রতি মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের আপডেট এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *