Bankura News : দামোদরের জলে ভেসেছে বিস্তীর্ণ জমি, নৌকা টেনে চাষিদের দুয়ারে বিধায়ক – bankura sonamukhi mla bjp leader dibakar gharami visiting damodar river flooded area driving a boat


অতিবৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি। দোসর দুর্গাপুর ব্যারেজ জল ছাড়বার কারণে প্লাবিত একাধিক এলাকা। জলের তলায় বিস্তীর্ণ চাষের জমি। নৌকা বাইয়ে গ্রামীণ মানুষদের পরিস্থিতি খতিয়ে দেখতে জলে নামলেন খোদ বিধায়ক। চিত্র বাঁকুড়া জেলার সোনামুখী এলাকায়। বিজেপি বিধায়কের কর্মকাণ্ডে কটাক্ষ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। সবই লোকদেখানো দাবি শাসক দলের।

West Bengal Flood Alert: ভারী বৃষ্টিতে বন্যার আশঙ্কা! ৭ জেলা নিয়ে সতর্ক নবান্ন, জারি নির্দেশিকা
কী ঘটনা ঘটেছে?

দামোদর নদের জলে বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায় গিয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে নিজে নৌকো চালিয়ে এলাকা ঘুরে দেখলেন সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামী। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরই বাড়তে চলেছে দামোদর নদের জল। সকাল থেকেই সোনামুখী ব্লকের সমিতি মানা এলাকায় বিঘার পর বিঘা সবজি ও ধান জমি জলের তলায়। খবর পেয়ে এলাকায় আসে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী। নিজে নৌকো চালিয়ে দামোদর নদীর বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন।

DVC Water Release Today : ঝাড়খন্ডে টানা বৃষ্টিতে জল ছাড়া শুরু করল ডিভিসি
প্লাবিত বিস্তীর্ণ এলাকা

সোনামুখী ব্লকের দামোদর নদ তীরবর্তী সমিতিমানা , কেনেটিমানা এই এলাকাগুলোর মানুষরা প্রত্যেকেই কৃষিকাজের সঙ্গে জড়িত। বিঘার পর বিঘা সবজি এবং ধান চাষ করেছে। অন্যান্য গ্রামগুলিতে এখনও জল না ঢুকলেও সমিতি মানার বিঘার পর বিঘা সবজি এবং ধানের জমি জলের তলায়। জলের পরিমাণ বাড়তে থাকলে এবার বসতবাড়িতেও জল উঠে যাওয়ার আতঙ্কে এলাকার মানুষ। এই পরিস্থিতিতে এলাকার মানুষের পাশে দাঁড়াতে বিধায়ক নৌকো নিয়ে এলাকা পরিদর্শন করেন ।

Bankura News : নেই রাজ্যের বাসিন্দা! ‘আলাদা পঞ্চায়েত’ দাবি করে রাঢ়বঙ্গের মাটিতে ট্রাক্টর মিছিল
কী বললেন বিধায়ক?

বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী জানান, সমিতিমানা এলাকায় এই ব্লকের সবথেকে উন্নতমানের সবজি হয়। বিভিন্ন ধরনের সবজি চাষ হয়। প্রতি বছরই বন্যার কবলে পড়ে এই এলাকা। এবারের বাড়ি ঘরের ক্ষতি হয়নি, তবে প্রচুর চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। অবশ্যই চেষ্টা করব যাতে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া যায়।

ভয়াবহ পরিস্থিতি!

তৃণমূলের কী বক্তব্য?

তবে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ইউসুফ মণ্ডল বিধায়কের এই কর্মসূচিকে তীব্র কটাক্ষ করেছেন। তাঁর দাবি, বিধায়ক এলাকা পরিদর্শনের নাম করে রাজনীতি করতে গিয়েছে, মানুষকে বিভ্রান্ত করছে।

স্থানীয় কৃষকরা কী জানাচ্ছেন?

স্থানীয় কৃষক নরেশ রায় জানান, দামোদর থেকে অনেকটা জল ঢুকেছে আমাদের এলাকায়। প্রচুর পরিমাণে জল বাড়ছে। আমার জমিতে পটল চাষ হয়। সেটার ক্ষতি হবে। আমরা যতটা পারছি, সবজি তুলে নিচ্ছি।

খবর জানতে এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *