Bankura School : টানা বৃষ্টির জেরে জল থৈ থৈ অবস্থা ক্লাসরুমে, পঠন-পাঠন শিকেয় বাঁকুড়ার স্কুলে – bankura school closed as water entering in classroom due to heavy rainfall


স্কুল না সুইমিং পুল বোঝা দায়! ক্লাস রুমের ভেতর জল থৈ থৈ অবস্থা। স্কুলের অফিস রুমও জলমগ্ন। টানা বৃষ্টির জেরে স্কুলের অবস্থায় শোচনীয়। অগত্যা স্কুল ছুটি দিয়ে দিতে বাধ্য হলেন শিক্ষকরা। ঘটনা ছাতনা ব্লকের ছাতনা চন্ডীদাস বিদ্যাপীঠের।

Bankura News : মাটির দেওয়াল ধসে ক্ষতির আশঙ্কা, গ্রামবাসীদের পুনর্বাসনের তোড়জোড় বাঁকুড়ায়
কী জানা যাচ্ছে?

টানা নিম্নচাপের ফলে বাঁকুড়া ছাতনা ব্লকের অন্তর্গত চন্ডীদাস বিদ্যাপীঠ পঠন-পাঠন লাটে উঠেছে। স্কুলের ক্লাস রুমে হাঁটু সমান জল। অফিস রুমেও এক হাঁটু জলে পা ঝুলিয়ে শিক্ষকরা। নিকাশী ব্যবস্থা সঠিক না থাকার কারণে স্কুলের ভিতর জল থৈ থৈ অবস্থা। এমন অবস্থায় ছাত্রছাত্রীদের পড়াশোনা বাধ্য হয়ে বন্ধ করতে হচ্ছে। যদি এই নিম্নচাপের বৃষ্টি আরো হয়, আরো ভায়াভয়ক অবস্থা হওয়ার আশঙ্কা। স্কুলের বিভিন্ন জায়গা থেকে চাঙ্গর ভেঙে পড়েছে। এমন কি স্কুলের ছাদের রড বেরিয়ে জল চুঁয়ে ছুঁয়ে পড়ছে। স্থানীয় প্রশাসনকে লিখিত আকারে জানানো হলেও সুরাহা মেলেনি বলে অভিযোগ।

Bankura News : দামোদরের জলে ভেসেছে বিস্তীর্ণ জমি, নৌকা টেনে চাষিদের দুয়ারে বিধায়ক
পড়ুয়ারা কী বলছে?

ছাত্র-ছাত্রীরা স্কুলে এলেও হয়নি ক্লাস। তাদের দাবি স্কুলে এসে দেখি জলমগ্ন স্কুলের মাঠ থেকে ক্লাস রুম।এমন কি ক্লাসের ছাদের চাঙর ভেঙে পড়ছে। আতঙ্কের মধ্য দিয়ে ক্লাস করতে হয় তাদের। গত কয়েকদিনে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার কারণে অচল অবস্থা হয়েছে স্কুলের। স্কুলে ক্লাস করার মতো পরিবেশ নেই বলে জানায় পড়ুয়ারা।

Chhatna Mukutmanipur Rail Line : কালের গর্ভে ছাতনা-মুকুটমণিপুর রেলপথের কাজ, প্রতিবাদে মিছিল জঙ্গলমহলে
স্কুলের প্রধান শিক্ষক কী বলছেন?

স্কুলের প্রধান শিক্ষক ব্যাসদেব চক্রবর্তী জানান, এই পরিস্থিতি আজকের নয়, দীর্ঘদিনের। বারে বারে ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে গাড়ি রাখার জন্য ড্রেনটি বন্ধ করে দেওয়া হয়। সে বিষয়টিও ব্লক প্রশাসনকে অবগত করা হলেও কোনও কাজ না হওয়ার কারণে আজ এই অবস্থা বলে জানান তিনি। বিভিন্ন সময়ে স্কুলের চাঙর ভেঙে পড়ছে সেই আতঙ্কের কথাও উল্লেখ করেন প্রধান শিক্ষক। এমত অবস্থায় পড়ুয়াদের ছুটি দিয়ে দেওয়ার জন্য বাধ্য হচ্ছেন বলে জানান তিনি।

নাম থাকা সত্ত্বেও ঘর জোটেনি আবাসে! বাড়ি ভেঙে মৃত্যু বৃদ্ধার!

বাঁকুড়ায় বৃষ্টিপাত

দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এর মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া জেলা জুড়ে ইতিমধ্যেই টানা বৃষ্টির জেরে জনজীবন বিপর্যস্ত। বাঁকুড়া শহর লাগোয়া ভাদুল সেতু দ্বারকেশ্বরের জলে ডুবে যাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

খবরের আপডেট পেতে ফল করুন এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *