Chhatna Mukutmanipur Rail Line : কালের গর্ভে ছাতনা-মুকুটমণিপুর রেলপথের কাজ, প্রতিবাদে মিছিল জঙ্গলমহলে – jangalmahal residents procession for chhatna mukutmanipur railway projects


Chhatna Mukutmanipur Rail Line এর কাজ কবে শুরু হবে? প্রস্তাবিত ছাতনা-মুকুটমণিপুর রেল পথ তৈরির কাজ ফের শুরুর দাবিতে এবার আন্দোলনে নামলেন বাঁকুড়ার জঙ্গলমহলের মানুষ। নবগঠিত ছাতনা-মুকুটমণিপুর রেল পথ স্থাপন সংগ্রাম কমিটি’র ব্যানারে সোমবার খাতড়া শহরে মিছিল, কনভেনশন ও অবস্থান কর্মসূচিতে অংশ নিলেন অসংখ্য মানুষ। উপস্থিত ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির দুই সদস্য অমিয় পাত্র, দেবলীনা হেমব্রম সহ অন্যান্য নেতৃত্ব।

WB Flood Alert: পুজোর মুখে বন্যার আশঙ্কা! ডিভিসি-এর পাশাপাশি কংসাবতী থেকেও জল ছাড়ার সিদ্ধান্ত
কী দাবি রয়েছে?

স্বাধীনতা প্রাপ্তির এতগুলো বছর পরেও বাঁকুড়ার জঙ্গলমহল রেল পরিষেবা থেকে বঞ্চিত। এই অবস্থায় ২০০৫ সালে বাঁকুড়ার তৎকালীন সিপিএম সাংসদ, কেন্দ্রের রেলওয়ে স্ট্যাণ্ডিং কমিটির চেয়ারম্যান বাসুদেব আচারিয়ার উদ্যোগে ছাতনা-মুকুটমণিপুর রেল লাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হয় বলে সিপিএমের দাবি। জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরুর পাশাপাশি মাটি ভরাই ও ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি নিউ ভেদুয়াশোল স্টেশনের শিলান্যাস হয়।

Chhatna Mukutmanipur Rail Project : ছাতনা- মুকুটমণিপুর সংযোগকারী রেলপথ নির্মাণ শুরু কবে? রেলমন্ত্রীর চিঠি নিয়ে তরজা
বন্ধ হয়ে যায় কাজ

যদিও পরে প্রস্তাবিত এই রেল লাইন স্থাপনের কাজ বন্ধ হয়ে যায়। এই অবস্থায় ফের প্রস্তাবিত ওই রেল লাইন স্থাপনের দাবিতে সরব হলেন জঙ্গলমহলের মানুষ। ছাতনা থেকে ইন্দপুর পর্যন্ত এর আগে জমি সরলীকরণ এর কাজ শুরু হয়। কিন্তু পরে জমির অভাবে বন্ধ হয়ে যায় সেই কাজ।

Bankura Tourism:’বসন্ত এসে গেছে… ‘,পলাশ উৎসব ঘিরে সেজে উঠেছে মুকুটমণিপুর
সিপিএমের বক্তব্য কী?

এদিনের কর্মসূচীতে উপস্থিত সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র বলেন, ‘দলমত নির্বিশেষে রাজনৈতিক সংকীর্ণতা দূরে সরিয়ে সবাইকে একসঙ্গে এই রেল পথ স্থাপনের দাবিতে সরব হতে হবে।’ সিপএম বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতি বলেন, ‘বাসুদেব আচারিয়া এই রেল পথ স্থাপনে উদ্যোগী হয়েছিলেন। এখন এই প্রকল্প বাস্তবায়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’

Mukutmanipur: আরও সেজে উঠছে ‘বাঁকুড়ার রানি!’

রেলপথ নিয়ে রাজনৈতিক তরজা

সম্প্রতি, রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জমি জটের বিষয়টি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন বলে জানা গিয়েছে। রাজ্যকে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে রেলের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। ২০০৫ – ২০০৬ অর্থবর্ষে এই ছাতনা-মুকুটমণিপুর রেল পথ গঠনের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। ছাতনা স্টেশন থেকে ইন্দপুর ও খাতড়া হয়ে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র মুকুটমণিপুর পর্যন্ত প্রায় ৮০০ একর জমি রাজ্যকে তুলে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে রেল। পালটা, দীর্ঘদিন ধরে এই প্রকল্প আটকে রাখা হয়েছে বলে রেলের দিকে অভিযোগের আঙ্গুল তোলা হয়েছে শাসক দলের নেতৃত্বের তরফে।

সমস্ত খবর আগে পেতে এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *