Cyber Crime in Kolkata : কলকাতায় বসে মার্কিন নাগরিকদের প্রতারণা, FBI-র অভিযোগের ভিত্তিতে ধৃত মাস্টারমাইন্ড – kolkata police arrested a person for cyber crime informed by fbi


মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার (FBI) অভিযোগের ভিত্তিতে কলকাতা থেকে গ্রেফতার এক সাইবার অপরাধী। ধৃত যুবকের নাম দানীশ আহমেদ। একাধিক বিদেশি নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

Kolkata Police : পুজোর পার্সেল দেওয়ার নামে প্রতারণা, ‘টার্গেট’ মহিলারা! সতর্ক করল পুলিশ
কী জানা যাচ্ছে?

কলকাতা পুলিশ সূত্রে খবর, এফবিআইয়ের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার কলকাতার বেনিয়াপুকুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আমেরিকার বাল্টিমোরের ৫ ব্যক্তির সঙ্গে সাইবার প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। কলকাতার বেনিয়াপুকুর থেকে গ্রেফতার হয় দানীশ আহমেদ নামে এক ব্যাক্তি। ধৃতের কাছ থেকে ৪ লাখ ৯৯ হাজার টাকা নগদ এবং বেশ কিছু বহুমূল্য ব্র্যান্ডেড ঘড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় আর কেউ যুক্ত কিনা তদন্ত করা হচ্ছে

Kolkata Cyber Crime : শহরে অভিনব প্রতারণা, জালে গৃহবধূ! উইকএন্ড ট্রিপের স্বপ্নে টাকা হাপিস
পুলিশ কী জানাচ্ছে?

পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি একটি বহুজাতিক সংস্থার প্রতিনিধি সেজে আর্থিক প্রতারণা চালাতো। ওই ব্যক্তি ফোনে বিদেশী নাগরিকদের সঙ্গে যোগাযোগ করত। সুকৌশলে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লুঠ করত বলে অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে। আমেরিকায় এই বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নামে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

West Bengal Cyber Crime Department : সাইবার ক্রাইমে রাশ টানতে বড় সিদ্ধান্ত, ADG পদ তৈরি রাজ্যের
মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই এরপর তদন্ত চালিয়ে জানতে পারে সাইবার প্রতারক কলকাতায় বসে এই কাজটি করছে। এরপর কলকাতা পুলিশকে অভিযোগ জানানো হয় এফবিআইয়ের তরফে। কলকাতা পুলিশকে প্রতারণায় ব্যবহৃত ডিভাইসের আইপি অ্যাডরেস জানায় এফবিআই। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

বিধায়ক তথা অর্জুনপুত্রের নামে ভুয়ো প্রোফাইল! টাকার দাবি!

কলকাতায় সাইবার প্রতারণা

প্রতিদিনই শহর ও শহরতলি থেকে একের পর এক সাইবার অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। কলকাতায় বসে মার্কিন মুলুকে সাইবার অপরাধ ঘটানোর অপরাধে এর আগেও একাধিকবার পুলিশের জালে ধরা পড়েছে একাধিক ব্যক্তি। গত জুন মাসেই ফারদিন হোসেন এবং ফারহান খান নামে দুই সাইবার অপরাধীকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়। সেক্ষেত্রেও এফবিআইয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছিল। প্রতারকরা ফেসবুক একটি গ্রুপ চালিয়ে এই ধরনের অপরাধ করত বলে জানা গিয়েছে। সম্প্রতি জেলায় জেলায় আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য জাল করেও একাধিক অভিযোগ উঠে আসছে বিভিন্ন জেলা থেকে।

প্রতিদিন খবর জানতে এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *