Digha Tourist Places : SBSTC-র এসি মিনিবাসে মাত্র ১০০ টাকায় ঘুরে নিন দিঘা, পুজোর আগেই নামছে রাস্তায় – sbstc going to relaunch 5 ac mini buses before durga puja 2023 at digha


দিঘা ও সংলগ্ন মন্দারমণি, তাজপুরের মতো জায়গাগুলিতে সারাবছরই লেগে রয়েছে পর্যটকদের ভিড়। আসন্ন পুজোর মরশুমে সেই ভিড় উপচে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। আর পর্যটকদের যাতে আরও বেশি স্বাচ্ছন্দ্য ও বিনোদন দেওয়া যায়, তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরণের পদক্ষেপও গ্রহণ করা হয়। এবার তেমনই এক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বা এসবিএসটিসি।

ফের নামছে মিনিবাস
বন্ধ হয়ে যাওয়া ব্যাটারি চালিত ৫টি মিনিবাস পুনরায় দিঘার রাস্তায় নামাতে চলেছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। ২০১৯ সালে এসবিএসটিসি-র দিঘা ডিপোর উদ্যোগে এই এসি মিনিবাসগুলি চালু হয়েছিল। মূলত দিঘা থেকে মন্দারমণি ও পার্শ্ববর্তী অন্যান্য পর্যটনস্থলগুলি ঘুরে দেখার জন্য ওই মিনিবাস পরিষেবা চালু করা হয়। চালু হওয়ার কয়েকদিনের মধ্যেই সেটি পর্যটকদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে। সেই সময় বাসের ভাড়া নির্ধারণ করা হয় ১০০ টাকা। কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায় সেই পরিষেবা। এবার সেই বাসগুলিই ফের দিঘার রাস্তায় নামানোর পরিকল্পনা করেছে এসবিএসটিসি।

SBSTC Digha Bus Timetable : বোলপুর-দিঘা জুড়ে গেল সরকারি বাসে, কখন ছাড়বে-ভাড়া কত?
চালু হচ্ছে কবে?
এই বিষয়ে এসবিএসটিসি-র দিঘা ডিপোর ইনচার্জ সোমনাথ ঘোষ এই সময় ডিজিটাল-কে জানান, ওই ৫টি মিনিবাস দিঘার মেরিন ড্রাইভে নতুন করে নামানোর পরিকল্পনা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ৮-৯ তারিখ নাগাদ, অর্থাৎ পুজোর আগেই দিঘার রাস্তায় ফের দেখা যাবে ওই বাসগুলি। আর ভাড়াও বাড়ানো হচ্ছে না, অর্থাৎ ১০০ টাকার বিনিময়েই ওই বাসে চড়ে দিঘা ও পার্শ্ববর্তী মন্দারমণি, উদয়পুর-সহ বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারবেন পর্যটকরা। ওই বাসগুলি একবার চার্জ দিলে সবচেয়ে বেশি ৭০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। যদিও ভাড়া এবং দ্রষ্টব্যস্থান, কিংবা এই প্যাকেজ সংক্রান্ত চূড়ান্ত অর্ডার আসা এখনও বাকি রয়েছে বলে জানান সোমনাথ।

Digha Tourism : দিঘার সমুদ্রে এবার প্রমোদতরী! পুজোর আগে ‘সুখবর’ জেলা প্রশাসনের
এক্ষেত্রে যাঁরা আসন্ন পুজোয় দিঘা যাওয়ার প্ল্যান করছেন তাঁরা, এই বাসে চড়ার সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে। এমনকী দল বেঁধে বেশ কয়েকজন ঘুরতে গেলে, সদস্য সংখ্যা অনুযায়ী গোটা একটি বাসও ভাড়া করে নিতে পারেন। তার জন্য অবশ্য এসবিএসটিসি-র দিঘা ডিপোতে গিয়ে নির্দিষ্ট নিয়ম মেনে বুকিং করতে হবে। এককথায় বলতে গেলে, এবারের পুজোয় দিঘায় পর্যটকদের জন্য নয়া উপহার হয়ে উঠতে পারে এই মিনিবাস।

দিনের বাকি সমস্ত খবরের জন্য ফলো করুন এই সময়ের ডিজিটাল চ্যানেল। ক্লিক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *