Maa Flyover Accident : ফের চিনা মাঞ্জায় জড়িয়ে মা উড়ালপুলে দুর্ঘটনা, মাথায় ও পায়ে চোট বাইক আরোহীর – bike accident at maa flyover today due to china manja


ফের চিনা মাঞ্জার কারণে দুর্ঘটনা মা উড়ালপুলে। এবারেও আহত এক বাইক আরোহী। ওই ব্যক্তির মাথায় ও পায়ে চোট লেগেছে বলে জানা যাচ্ছে। বর্তমানে চিকিৎসা চলছে তাঁর। চিনা মাঞ্জার কারণে এই নিয়ে বেশ কয়েকবার দুর্ঘটনার সাক্ষী থাকল মা উড়ালপুল।

জানা গিয়েছে আজ সকাল ৮টার কিছুটা পরে, এসএসকেএম-এর দিক থেকে ভবানীপুরের দিকে যাচ্ছিলেন। সায়েন্স সিটির দিক থেকে মা ফ্লাইওভারে ওঠেন তিনি। এরপর পর এসএসকেম-এর দিক হয়ে ফ্লাইওভার থেক নামার সময় চিনা মাঞ্জা তাঁর দলায় লাগে। যার জেরে বাইক নিয়ে পড়ে যান তিনি। মাথায় ও পায়ে আঘাত লাগে তাঁর। যদিও হেলমেট তাকায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। দুর্ঘটনার পর নিজেই ওঠেন তিনি, এবং চিনা মাঞ্জা সরিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য যান।

Maa Flyover : মা ফ্লাইওভারে গতির বলি সেন্ট জেভিয়ার্সের ছাত্র, জখম ৪! রাতের শহরে ভয়াবহ দুর্ঘটনা
ঘটনরা আকস্মিকতায় রীতিমতো হকচকিয়ে গিয়েছেন আরিফ নামে ওই ব্যক্তি। আদতে পিনকি গার্ডেন এলাকার বাসিন্দা ওই ব্যক্তি জানাচ্ছেন, এর আগে চিনা মাঞ্জায় জড়িয়ে মা উড়ালপুরে দুর্ঘটনার কথা সংবাদমাধ্যমে শুনেছেন তিনি। তবে এবার তাঁর নিজের সঙ্গেই এই ঘটনা ঘটল।

প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A

বিস্তারিত আসছে…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *