Milan Kumar Durga Puja Song : KK-র গান গেয়ে মন ছুঁয়েছিলেন সকলের, এবার পুজো মণ্ডপে দেখা মিলবে লোকাল ট্রেনের সেই মিলনের – milan kumar who went trending by singing kk song is recording for durga puja music


বর্ধমান কাটোয়া লোকালে গান ফেরি করতেন তিনি। কখনও KK, আবার কখনও কুমার শানুর গান গেয়ে ট্রেনযাত্রীদের মনোরঞ্জন করতেন মিলন কুমার। তাঁর কণ্ঠে KK-র একটি গান ভাইরাল হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন পড়ে গিয়েছিল।

ভুবন বাদ্যকরের দিন ‘শেষ’ এবং উঠতি এক সোশ্যাল মিডিয়া তারকার জন্ম, এমনটাই দাবি করেছিলেন নেটপাড়ার বাসিন্দাদের একাংশ। এদিকে এই ভাইরাল শিল্পীর বাড়িতে গিয়ে তাঁর সংগ্রামের কথা প্রথম তুলে ধরেছিল এই সময় ডিজিটাল।

Bardhaman News: কখনও কুমার শানু, কখনও কেকে! পেটে খিদে নিয়েই ট্রেনে গান ফেরি বর্ধমানের মিলনের
একটি ছোট্ট গলির মধ্যে ভাঙাচোরা একচিলতে বাড়িতেই ঠাঁই ছিল তাঁর গোটা পরিবারের। এদিকে ভাইরাল হওয়ার পরেও ভুবন বাদ্যকর বা রানু মণ্ডলের মতো সোশ্যাল মিডিয়ার অলিন্দে ঘোরাঘুরি করেননি এই শিল্পী। তবে ধীরে ধীরে শিল্পের পথে নিজের যাত্রা পোক্ত করেছিলেন তিনি।

এবার পুজোর সময় প্যান্ডেলে বাজবে মিলনের গান। তিনি বলেন, “আমি পুজোর সময় কিছু গান নিয়ে আসছি। দর্শকদের কাছে অনুরোধ তাঁরা যেন আমাকে এবং এই গানকে ভালোবাসা দেন।” ইতিমধ্যেই সেই গান রেকর্ড করে ফেলেছেন তিনি।

Bardhaman Trending News: ট্রেনের জলসাঘর থেকে রেকর্ডিং স্টুডিয়ো, এই সময় ডিজিটালের খবরে ঘুরল মিলনের ভাগ্যের চাকা
পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক ব্লকের নিত্যানন্দপুরের বাসিন্দা মিলন। ভোরের ট্রেন ছাড়া মাত্রই মাইক হাতে ট্রেনে উঠে পড়তেন গান ফেরি করার জন্য। এই ছিল তাঁর রোজনামচা। পেটে খিদে নিয়েই অর্ধেক দিন ট্রেনে উঠে পড়তেন তিনি। বাড়ি বলতে ভরসা ছিল একটি ত্রিপল দিয়ে ঘেরা বাঁশের ঘর। তাঁর গান শুনে কিছু যাত্রী কয়েক টাকা দিলেও অনেকেই তা দিতেন না। কিন্তু, কাটোয়া লোকালে গান ফেরি করে কখনও ক্লান্ত হয়ে পড়েননি মিলন।

কিন্তু, একটি ভাইরাল ভিডিয়োই রাতারাতি তাঁর ভাগ্য ফিরিয়ে দেয়। উল্লেখ্য, মিলন জানান, কোনওদিন কারও কাছে গান শেখেননি তিনি। যতটুকু যা তাল-ছন্দ জ্ঞান তা শিখেছেন বাবার থেকে। কিন্তু, ছোটবেলা থেকেই বড় বড় শিল্পীদের থেকে আশীর্বাদ পাওয়ার কামনা তাড়া করে তাঁকে। সব আঁধার পেরিয়ে একদিন ভোর ঠিক হবেই, আশাবাদী ছিলেন মিলন।

Lata Mangeshkar Birth Anniversary: জীবনভর লতার সঙ্গে প্রতিযোগিতা! জবাবে কী বলেছিলেন আশা?
এদিকে তাঁর ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে স্টেজ শোয়ের ডাক পেতে থাকেন মিলন কুমার। আসে বিভিন্ন রেকর্ডিংয়ের অফারও। স্টেজে গান শোনাতে শুরু করেন তিনি। এবার দুর্গাপুজোর ঠিক আগে নতুন রূপে হাজির হবেন ভাইরাল এই গায়ক।

কলকাতা থেকে শুরু করে জেলার সব খবরের আপডেট পাওয়ার জন্য ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক:https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *