Saumitra Khan : কংগ্রেসের রক্তদানে সৌমিত্র, তুঙ্গে দলবদলের জল্পনা! অবশেষে মুখ খুললেন BJP সাংসদ – bjp saumitra khan joins congress blood donation camp speculation on party switch over


গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বাঁকুড়া জেলা বিজেপি। এরমধ্যেই বাঁকুড়ার বিষ্ণুপুরের BJP সাংসদ সৌমিত্র খাঁ নিয়ে তুঙ্গে রাজনৈতিক জল্পনা। তবে কি এবার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ কংগ্রেসে যোগ দিতে চলেছেন? এই নিয়ে সর্বত্র আলোচনা চলছে। সোশ্যাল মিডিয়া সৌমিত্রর ছবি দিয়ে অনেকে দাবি করছেন ‘ঘরের ছেলে ফিরে এলে ক্ষতি কী’ আর এতেই জল্পনা আরও জোরাল হয়েছে।

কোথা থেকে বিতর্কের সূত্রপাত

কংগ্রেসের একটি অনুষ্ঠানে BJP সাংসদকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। সেই নিয়ে ফের সৌমিত্রর অ বিজেপি ত্যাগের জল্পনা জোরাল হয়েছে। শুক্রবার কংগ্রেস আয়োজিত একটি স্মরণসভা ও রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া বিজেপি সাংসদ। বছরখানেক আগে প্রয়াত হন বাঁকুড়ার কোতুলপুরেপ কংগ্রেস নেতা তড়িৎ কুমার কোলে। তাঁর মৃত্যুর এক বছর পূর্তিতে সিহর অঞ্চল কংগ্রেস কমিটির উদ্যোগে ওই স্মরণসভা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন সমুদ্র।

Saumitra Khan News : ‘MLA টিকিট বিক্রি করা চোর’, BJP সাংসদের বিরুদ্ধে পোস্টার, রাজ্যে শোরগোল
যেখানে কেন্দ্রে বিজেপি ও কংগ্রেসের সম্পর্ক আদায়-কাঁচকলায়,সেখানে কংগ্রেসের অনুষ্ঠানে সৌমিত্রর উপস্থিতি নিয়ে স্থানীয় বিজেপি সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই বিজেপি সাংসদকে আক্রমণ করেছেন। মঞ্চে বসে বিজেপি সাংসদকে কংগ্রেস নেতাদের সঙ্গে খোশগল্প করতে দেখা গিয়েছে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সম্পাদক দেবু চট্টোপাধ্যায়ের মতো প্রদেশ কংগ্রেস নেতাদের সৌমিত্রর পাশে দেখা গিয়েছে।

কংগ্রেস ও সৌমিত্রর প্রতিক্রিয়া

যদিও কংগ্রেস সৌমিত্রর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। প্রদেশ কংগ্রেস সম্পাদক দেবু চট্টোপাধ্যায় বলেন, ‘এটা কোনও যোগদানের বিষয় নয়। প্রবীণ গান্ধীবাদী নেতা তড়িৎ কুমার কোলের স্মরণসভা ছিল সেখানে সাংসদ হিসেবে সৌমিত্র বাবুকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তা ছাড়া উনি দীর্ঘদিন কংগ্রেস করেছেন। ২০১১ সালে বিধায়কও হয়েছিলেন। কেউ যদি জাতীয় কংগ্রেসের যোগদান করতে চান, তাতে অসুবিধার কী আছে? বাড়ির ছেলে বাড়ি আসলে ক্ষতি কী?’

Koustav Bagchi Congress : তৃণমূলে নরম কৌস্তভ? গান্ধীঘাটে কংগ্রেস নেতার মন্তব্য নিয়ে চর্চা
যদিও দলবদলের জল্পনা উড়িয়ে দিয়েছেন BJP সাংসদ। তিনি বলেন, ‘প্রয়াত কংগ্রেস নেতাতে শ্রদ্ধা জানানোর জন্য গিয়েছিলাম। এর পিছনে অন্য কোনও কারণ নেই। এটা কোনও অন্যায় নয়। তৃণমূল ক্ষেপে গিয়েছে, তা যা পারছে তা বলছে। তৃণমূলের কেউ মারা গেলেও আমি সেখানে ফুল চড়াতে যাব।’

INDIA Alliance : পথের কাঁটা! এই পাঁচ কারণে চরম সংকটে পড়তে পারে ইন্ডিয়া জোট
তৃণমূলের তীব্র প্রতিক্রিয়া

বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিগত পাঁচ বছর সাংসদকে এলাকার মানুষ পায়নি, যে কারণেই তিনি হয়তো দলীয় টিকিট পাবেন না। তৃণমূলে যোগাযোগ করার চেষ্টা করেছিল । তৃণমূল আবার সবাইকে গ্রহণ করে না। তাই হয়তো তিনি আবার পুরনো দলে ফিরে যাওয়ার চেষ্টা করছেন।’

https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *