সময় এবং ভাড়া
গত শুক্রবার ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্র দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সবুজ পতাকা দেখিয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বোলপুর থেকে দিঘাগামী বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করার পর সোমবার চালু হয় পরিষেবা। জানা গিয়েছে, এসবিএসটিসি-র এই বাসে বোলপুর থেকে দিঘা যেতে সময় লাগবে ৮ ঘণ্টা ৩০ মিনিট। প্রতিদিন সকাল ৫টা ৩০ মিনিটে বোলপুর থেকে থেকে দিঘার উদ্দেশে রওনা দেবে বাসটি। অন্যদিকে আবার দিঘা থেকে সকাল ৭টা ৫০ মিনিটে বোলপুরের উদ্দেশে রওনা দেবে অপর একটি বাস। এই বাসে বোলপুর থেকে দিঘা যেতে বা দিঘা থেকে বোলপুর ফিরতে ভাড়া গুণতে হবে ২৪১ টাকা। সামনেই পুজোর মরশুম, তাই অনেকেই হয়তো দিঘা যাওয়ার প্ল্যান করেছেন। সেই জায়গা থেকে এই বাস তাঁদের কাছে পুজোর উপহার বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগে উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকেও দিঘা পর্যন্ত এসবিএসটিসি-র বাস পরিষেবা চালু হয়েছে। যার ফলে বনগাঁ থেকে দিঘা যাতায়াত আরও অনেকটাই সুবিধাজনক হয়ে গিয়েছে। আগে দিঘার বাস হাবড়া থেকে যাতায়াত করত। ফলে দিঘা যেতে হলে বা সেখান থেকে ফেরার সময় হাবড়া থেকে বাস বদল করতে হত যাত্রীদের। কিন্তু নতুন এই বাস চালু হওয়ায় এখন বনগাঁ থেকেই দিঘা যাতায়াত করা যাচ্ছে।
এদিকে পুজোয় দিঘায় পর্যটকদের বাড়তি ভিড় সামলাতে আরও পদক্ষেপের পথে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। এক্ষেত্রে কলকাতা-সহ বিভিন্ন রুটে মোট ৫০টি বাস চালানোর পরিকল্পনা করেছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দিঘা ডিপো। বর্তমানে দিঘা থেকে বিভিন্ন রুটে চালু রয়েছে মোট ৪৩টি বাস। রক্ষণাবেক্ষণের অভাব ও আরও বেশকিছু কারণে ৭টি বাস বসে গিয়েছে। এবার সেই বাসগুলিকেই চলাচলের উপযোগী করে দিঘা থেকে কলকাতা-সহ বিভিন্ন রুটে চালানোর পরিকল্পনা করেছে এসবিএসটিসি।
প্রতি মুহূর্তের তাজা খবর জানতে ফলো করুন এই সময়ের ডিজিটাল চ্যানেল। ক্লিক: