WB Government Jobs : ৩০ শূন্যপদে ডাক পেলেন ৩০৬৮ জন, ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা – in college service commission 3068 candidate get call for interview in 30 vacant post creates controversy


স্নেহাশিস নিয়োগী
১৬টি শূন্যপদের জন্য ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন ১৯৫৬ জন। ৭টি শূন্যপদে ইন্টারভিউয়ে ডাকা হয়েছিল ৬৭২ জনকে! কলেজ সার্ভিস কমিশনের (সিএসসি) চাকরির ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশ হয় তিন বছর আগে। ভাইভা চলছে এক বছরেরও বেশি। সম্প্রতি নিয়োগের মেধাতালিকা ও শূন্যপদ প্রকাশের পরই বিতর্কের সূত্রপাত।

Assistant Professor Recruitment : অন্যায্য সুযোগ দিতেই স্কোর প্যাটার্ন বদল? প্রশ্নের সিএসসি
বিজ্ঞানের একটি বিষয়ে ৩৯টি শূন্যপদে ৩০৬৮ জনের বেশি চাকরিপ্রার্থীর ইন্টারভিউ নেওয়া হয়েছে। তার মধ্যে জেনারেল ক্যাটেগরির চাকরিপ্রার্থীদের শূন্যপদ ১৩টি। বাকি আসন সংরক্ষিত। এটা কোনও ব্যতিক্রমী ঘটনা নয়। কমিশন যে ৪৫টি বিষয়ে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল, তার মধ্যে কয়েকটি ছাড়া সব বিষয়ে চিত্রটা কম-বেশি একই। এতেই শুরু হয়েছে চাপানউতোর।

WB School : গররাজি পর্ষদ, স্কুলে নিয়োগে ফের হয়তো ম্যানেজিং কমিটি-ই
চাকরিপ্রার্থীদের অনেকের অভিযোগ, প্রাথমিক শিক্ষা পর্ষদ ও স্কুল সার্ভিস কমিশনের উল্টো পথে হেঁটে নিয়োগে ঘুরিয়ে দুর্নীতির রাস্তা নিয়েছে সিএসসি। কম শূন্যপদ থাকা সত্ত্বেও সব প্রার্থীকে ইন্টারভিউয়ে ডেকে অল্প সময়ে (৯-১০ মিনিটে) ৪০ নম্বরের ইন্টারভিউ, টিচিং স্কিল ও ডোমেন নলেজের মাধ্যমে যোগ্যদের ছিটকে দেওয়া হচ্ছে। যা স্বজনপোষণ ও দুর্নীতির নামান্তর। কমিশনের তরফে পাল্টা যুক্তি, ইউজিসির নির্দেশিকা মেনেই নিয়োগ প্রক্রিয়া চলছে। শিক্ষা দপ্তর থেকে যা অনুমোদিত পদ পাওয়া গিয়েছে, দ্রুততার সঙ্গে তা পূরণ করা হচ্ছে। এমনকী গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদের ভিত্তিতে নিয়োগের কথা থাকলেও এ বছরের জুলাই পর্যন্ত শূন্যপদ নেওয়া হয়েছে।
WB Teacher Recruitment : জট কাটতে চলেছে স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের
চাকরিপ্রার্থীদের পাল্টা দাবি, এসএসসির ইন্টারভিউয়ে ১০টি পদের জন্য ১৪ জনকে ডাকার বিধি রয়েছে। এ ক্ষেত্রে সিএসসি একটি পদের জন্য কোনও কোনও বিষয়ে ৯০ বা ১০০ গুণের বেশি প্রার্থীকে ডাকছে কেন? এ ব্যাপারে জানতে সিএসসির চেয়ারম্যান দীপক করের সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি। অথচ ২০১২-র সিএসসির নতুন রেগুলেশনের ৬ নম্বর ধারা অনুযায়ী, পদের তুলনায় আবেদনকারী বহুগুণ হলে কমিশন নিজের ক্ষমতাবলে লিখিত পরীক্ষা অথবা শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের শর্টলিস্ট করতে পারে।

সব ধরনের খবরের আপডেট পেতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *