Abhishek Banerjee News : ED-র তদন্তে ‘সন্দেহ’ ডিভিশন বেঞ্চের! CGO-তে অভিষেকের হাজিরা নিয়ে ধোঁয়াশা – abhishek banerjee leaps and bounds case calcutta high court division bench is not satisfied with ed probe


লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় ৯ অক্টোবর ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। কিন্তু সেদিন ED দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ অভিষেকের থেকে যে নথি চাওয়া হয়েছে, তা জমা দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের থেকে অতিরিক্ত সময় চাইলেন তৃণমূল নেতার আইনজীবী। প্রয়োজনীয় নথি জমা দিতে দু’সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন অভিষেকের আইনজীবী। পালটা ১২ অক্টোবর ED-র কাছে যাওয়ার জন্য অভিষেকের আইনজীবীকে জানিয়েছে আদালত।

Abhishek Banerjee ED : স্ত্রীয়ের পর স্বামীকেও ডাক! অভিষেককে ফের তলব ED-র
কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অভিষেক। বুধবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। সিঙ্গল বেঞ্চের পর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও ED-র তদন্ত প্রক্রিয়া নিয়ে এদিন সন্দেহ প্রকাশ করেছে। ED-র তদন্তে যে আদালত মোটেই সন্তুষ্ট নয়, তা সাফ বুঝিয়ে দিয়েছেন বিচারপতি সৌমেন সেন। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কিশোর দত্তকে প্রশ্ন করেন বিচারপতি। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘সিঙ্গল বেঞ্চের নির্দেশ দেখে মনে হচ্ছে তদন্তকারী সংস্থা নবীশের মতো আচরণ করছে। হয় তারা তদন্তে নবীশ, নাহলে নির্দিষ্ট অংশে ঢুকতে চাইছে না।’

Abhishek Banerjee News : বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে অভিষেক
বিচারপতি সেন বলেন, ‘এতে সিঙ্গল বেঞ্চের ভুল কোথায়? আদালতের নজরদারিতে তদন্ত চলছে। তদন্তকারী সংস্থার রিপোর্ট সন্তোষজনক মনে হলে আদালত কি প্রয়োজনীয় নির্দেশ দিতে পারে না? নথি না পেলে তদন্ত সঠিক পথে চালিত হবে না। এই মুহূর্তে সমনে হস্তক্ষেপের কোনও প্রয়োজনীয়তা নেই। নথি দেওয়ার জন্য আরও ২ সপ্তাহ সময় দেওয়া যেতে পারে। লিপস অ্যান্ড বাউন্ডসের যাবতীয় তথ্য তদন্তের জন্য প্রয়োজনীয়।’

বুধবার, বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। ‘সমনে কোনও স্থগিতাদেশ নয়’, মৌখিত পর্যবেক্ষণ বিচারপতির। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতেই হবে না শুধু প্রয়োজনীয় নথি দিলেই চলবে? বৃহস্পতিবার ED-কে তা জানানোর নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। আগামিকাল দুপুর ২টোয় এই মামলার পরবর্তী শুনানি।

Rujira Banerjee ED Summon : নিয়োগ দুর্নীতি মামলায় রুজিরাকে তলব, অভিষেক পত্নীর বয়ান রেকর্ড করতে চায় ED
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে উঠে আসে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের নাম। সেই সূত্রে অভিষেক, তাঁর বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়কে আগেই তলব করেছিল ED। কিন্তু কেউই এখন অবধি হাজিরা দেননি তদন্তকারী সংস্থার কাছে। লিপস অ্যান্ড বাউন্ডসকাণ্ডে বুধবার অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়।

https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *