বিষয়টি ঠিক কী?
জানা গিয়েছে, হাওড়া ব্রিজ ও গঙ্গার পাড়কে আলোর মালায় সাজাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে সেই সাজসজ্জা কেমন হবে? সেটা ঠিক তিলোত্তমার কোনও নাগরিক। তার জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করেছে বন্দর কর্তৃপক্ষ। প্রতিযোগিতা থেকে বেছে নেওয়া হবে সেরা পরিকল্পনাকে।
কেমন প্রতিযোগিতা?
বন্দর কর্তৃপক্ষের প্রতিযোগিতায় জমা পড়া সেরা পরিকল্পনাগুলি ৩ থেকে ৬ মাসের মধ্যে বাস্তবায়িত করার কাজ শুরু করা হবে। এই প্রতিযোগিতায় যিনি সেরা হবেন, তাঁকে ৩ লাখ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে বন্দর কর্তৃপক্ষের তরফে। এছাড়া এক লাখ টাকার আরও দু’টি পুরস্কার দেওয়া হবে বলেও জানা গিয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি) কর্তৃপক্ষ জানিয়েছেন, বন্দরের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আপলোড করা হয়েছে। প্রতিযোগিরা ই-মেইল মারফত আবেদন করতে পারবেন। এছাড়াও এই নতুন উদ্যোগ নিয়ে আগামী ১০ অক্টোবর একটি ওয়েবিনার আয়োজন করা হবে।
কারা অংশ নেবেন?
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যে কোনও স্থপতি, ডিজাইন শিক্ষা প্রতিষ্ঠান বা তাঁদের শিক্ষার্থী অথবা এ ব্যাপারে আগ্রহী যে কোনও নাগরিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আগামী ২৪ নভেম্বরের মধ্যে আবেদন করা যাবে।
হাওড়া ব্রিজ আলোকসজ্জা
প্রয়াত আলোকশিল্পী তাপস সেন ২০০৬ সালে সাধারণ আলো ব্যবহার করেই হাওড়া ব্রিজকে সাজিয়ে তুলেছিলেন। এরপর ২০২০ সালে বন্দরের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ব্রিজকে নতুন করে ‘এলইডি’ আলোতে সাজানো হয়। বর্তমানে প্রতিদিন রাতে কিছু সময়ের জন্য আলো জ্বালানো হয়। বিশেষ দিনগুলিতে হাওড়া ব্রিজের আলোকসজ্জা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। তবে এই আলোকসজ্জা আরও আকর্ষণীয় করতে চাইছে বন্দর কর্তৃপক্ষ।
কী আকর্ষণ থাকছে?
জানা গিয়েছে, ডিজিটাল স্ক্রিন, থ্রিডি বিলবোর্ড বসানোর ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া ব্রিজের রেলিং নতুন ভাবে রঙিন করা হবে। ফুটপাথ অলস করে সাজানো হবে। ব্রিজ থেকে ছবি তোলার জন্য নির্দিষ্ট জায়গায় ব্যবস্থা করা হবে।
প্রতি মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর পেতে এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A