Howrah Bridge : হাওড়া ব্রিজকে আরও মোহময়ী করার আইডিয়া আছে? দারুণ সুযোগ তিলোত্তমাবাসীর – howrah bridge new decorating ideas competition organising by kolkata port trust


Howrah Bridge-কে নিজের নান্দনিক প্রতিভা দিয়ে সাজিয়ে তুলতে চান? সুযোগ করে দিচ্ছে Kolkata Port Trust। হাওড়া ব্রিজ এবং গঙ্গার পাড়ের বিভিন্ন অংশকে আলোকিত ও সৌন্দর্যায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। যার জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি) কর্তৃপক্ষ।

Second Hooghly Bridge : শুরু সংস্কারের কাজ, চার মাস বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতুর এক লেন
বিষয়টি ঠিক কী?

জানা গিয়েছে, হাওড়া ব্রিজ ও গঙ্গার পাড়কে আলোর মালায় সাজাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে সেই সাজসজ্জা কেমন হবে? সেটা ঠিক তিলোত্তমার কোনও নাগরিক। তার জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করেছে বন্দর কর্তৃপক্ষ। প্রতিযোগিতা থেকে বেছে নেওয়া হবে সেরা পরিকল্পনাকে।

Howrah News : টানা বৃষ্টিতে হুগলি নদী বাঁধে ভাঙন, আতঙ্কিত উলুবেড়িয়ার বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা
কেমন প্রতিযোগিতা?

বন্দর কর্তৃপক্ষের প্রতিযোগিতায় জমা পড়া সেরা পরিকল্পনাগুলি ৩ থেকে ৬ মাসের মধ্যে বাস্তবায়িত করার কাজ শুরু করা হবে। এই প্রতিযোগিতায় যিনি সেরা হবেন, তাঁকে ৩ লাখ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে বন্দর কর্তৃপক্ষের তরফে। এছাড়া এক লাখ টাকার আরও দু’টি পুরস্কার দেওয়া হবে বলেও জানা গিয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি) কর্তৃপক্ষ জানিয়েছেন, বন্দরের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আপলোড করা হয়েছে। প্রতিযোগিরা ই-মেইল মারফত আবেদন করতে পারবেন। এছাড়াও এই নতুন উদ্যোগ নিয়ে আগামী ১০ অক্টোবর একটি ওয়েবিনার আয়োজন করা হবে।

DVC Water Release Howrah : রাতেই জলমগ্ন হওয়ার আশঙ্কা হাওড়ার বিস্তীর্ণ অংশ, সতর্ক জেলা প্রশাসন
কারা অংশ নেবেন?

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যে কোনও স্থপতি, ডিজাইন শিক্ষা প্রতিষ্ঠান বা তাঁদের শিক্ষার্থী অথবা এ ব্যাপারে আগ্রহী যে কোনও নাগরিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আগামী ২৪ নভেম্বরের মধ্যে আবেদন করা যাবে।

হাওড়া ব্রিজ আলোকসজ্জা

প্রয়াত আলোকশিল্পী তাপস সেন ২০০৬ সালে সাধারণ আলো ব্যবহার করেই হাওড়া ব্রিজকে সাজিয়ে তুলেছিলেন। এরপর ২০২০ সালে বন্দরের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ব্রিজকে নতুন করে ‘এলইডি’ আলোতে সাজানো হয়। বর্তমানে প্রতিদিন রাতে কিছু সময়ের জন্য আলো জ্বালানো হয়। বিশেষ দিনগুলিতে হাওড়া ব্রিজের আলোকসজ্জা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। তবে এই আলোকসজ্জা আরও আকর্ষণীয় করতে চাইছে বন্দর কর্তৃপক্ষ।

Howrah Bridge : হাওড়া ব্রিজের মাথায় চড়ে বসলেন ব্যক্তি!

কী আকর্ষণ থাকছে?

জানা গিয়েছে, ডিজিটাল স্ক্রিন, থ্রিডি বিলবোর্ড বসানোর ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া ব্রিজের রেলিং নতুন ভাবে রঙিন করা হবে। ফুটপাথ অলস করে সাজানো হবে। ব্রিজ থেকে ছবি তোলার জন্য নির্দিষ্ট জায়গায় ব্যবস্থা করা হবে।

প্রতি মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর পেতে এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *