Jal Jeevan Mission: পানীয় জল পৌঁছনোয় দেরি, প্রবল ক্ষুব্ধ নবান্ন – nabanna is not happy with the jal jeevan mission execution in west bengal


তাপস প্রামাণিক
২০২৪ সালের মধ্যে দেশের প্রতিটি বাড়িতে নলবাহিত পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেওয়া হয়েছে জলজীবন মিশন প্রকল্প। অন্য কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে পশ্চিমবঙ্গ বরাবর প্রথম সারিতে থাকলেও জলজীবন মিশন রূপায়ণে লক্ষ্যমাত্রার ধারেকাছেও এখনও পৌঁছতে পারেনি। তা নিয়ে ক্ষুব্ধ নবান্ন। এর জন্যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদেরই দুষছেন নবান্নের কর্তারা। নবান্ন সূত্রের খবর, কয়েক দিন আগে এ ব্যাপারে ওই দপ্তরকে সতর্ক করে দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

West Bengal Government : টাকা দেয়নি কেন্দ্র, মজুরির ব্যবস্থা করে দিয়েছে নবান্ন
কিন্তু মুখ্যসচিবের হুঁশিয়ারির পরেও কি বদলাবে ছবিটা? জলজীবন মিশন প্রকল্প রূপায়ণে নিযুক্ত জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন, পাইপের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্যে টাকার অভাব না হলেও এই প্রকল্প রূপায়ণে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে জমির সমস্যা। তাঁদের বক্তব্য, বহু জায়গায় জমি না পাওয়ার কারণে পাইপলাইন বসানোই যাচ্ছে না। ছোট পাম্পিং স্টেশন তৈরির জন্যে সামান্য জমিটুকুও মিলছে না। অনেক জায়গায় আবার ভূগর্ভস্থ বিদ্যুতের তার, টেলিফোনের কেবল এবং ড্রেনেজের পাইপ সরাতে গিয়েও সময় লেগে যাচ্ছে। ফলে কাজে বিলম্ব হচ্ছে।

Kolkata Metro : প্রাক পুজোর ভিড় সামাল দিতে আরও এক পদক্ষেপ মেট্রোর, খোলা হচ্ছে বাড়তি বুকিং কাউন্টার
সেই জট ছাড়িয়ে ২০২৪-এর মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে নলবাহিত জল পৌঁছে দেওয়া কার্যত অসম্ভব বলেই মনে করছেন দপ্তরের কর্তারা। দপ্তরের এক শীর্ষ কর্তার কথায়, ‘পশ্চিমবঙ্গে সরকারি কাজের জন্যে জমি পাওয়াটা এখন খুবই কঠিন হয়ে পড়েছে। মাটির তলা দিয়ে জলের পাইপলাইন নিয়ে যাওয়াটা আরও সমস্যার। রাস্তা খুঁড়তে গেলেও গ্রামের মানুষজন এসে আপত্তি করছেন। তার জেরে কাজে দেরি হলে দোষ চাপছে দপ্তরের ঘাড়ে।’

Government Employee : ১৫ দিনের মধ্যেই ফের বেতন ঢুকবে সরকারি কর্মীদের! মুখে হাসি ফোটানোর চেষ্টা নবান্নের
পরিসংখ্যান অনুযায়ী, জলজীবন মিশনের মাধ্যমে রাজ্যে এ পর্যন্ত মোট ৬৬ লক্ষ ৩৯ হাজার ১৭৭টি বাড়িতে পাইপলাইনের জল পৌঁছেছে। যার পরিমাণ মোট লক্ষ্যমাত্রার মাত্র ৩৮.২২ শতাংশ। আরও প্রায় ১ কোটি ৭ লক্ষ ৩২,৬২২টি বাড়িতে নলবাহিত জল পৌঁছনোর কাজ বাকি। সব মিলিয়ে প্রায় ৬১.৭৮ শতাংশ কাজ এখনও বাকি। সেখানে প্রতিবেশী বিহারে ৯৬.৪০ শতাংশ বাড়িতে ইতিমধ্যেই পাইপের জল পৌঁছে গিয়েছে। ওডিশাও বাংলার থেকে অনেকটা এগিয়ে। সেখানে প্রায় ৬৫ শতাংশ বাড়িতে পাইপের জল পৌঁছেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *