Kolkata Accident News Today : ‘পারমিটহীন’ বাসের ধাক্কায় গড়িয়া মোড়ে ব্যক্তির মৃত্যু, পলাতক চালক ও খালাসি – pedestrian deaths by bus accident at kolkata garia more


আবারও শহরে পথ দুর্ঘটনায় মৃত্যু। বেপোরায়ভাবে বাস ঘোরাতে গিয়েই তার ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার গড়িয়া মোড়ে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে নেতাজি নগর থানার পুলিশ। বাসটির কোনও রুট পারমিট ছিল না বলেই প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। বাসের চালক ও খালাসি, দু’জনেই পলাতক বলে জানা যাচ্ছে। বাসটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সকাল ৯টা ২৫ নাগাদ ঘটে দুর্ঘটনাটি। অভিযোগ, উল্টোডাঙা থেকে গড়িয়া রুটের ওই বাসটিকে বেপরোয়াভাবে ঘোরাচ্ছিল চালক। আর সেই সময় রাস্তা পারাপার করছিলেন এক ব্যক্তি। বাসটি সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যক্তির ওপর উঠে যায়। গুরুতর আহত হন ওই ব্যক্তি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

এদিকে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান ট্রাফিক গার্ডের কর্মীরা। যায় নেতাজি নদর থানার পুলিশ। যদিও ততক্ষণে অবশ্য বাস ফেলে পলাতক চালক এবং খালাসি। বাসটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, বাসটির কোনও রুট পারমিট নেই। একইসঙ্গে ওই ব্যক্তির পরিচয় জানারও চেষ্টা হচ্ছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, যে জায়গায় এই দুর্ঘটনাটি ঘটেছে, তার সামনেই রয়েছে ট্রাফিক পুলিশের একটি কিয়স্ক। সেক্ষেত্রে কিয়স্কের সামনেই এই দুর্ঘটনা ঘটায়, ট্রাফিক পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

বিস্তারিত আসছে…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *