কোন কোন এলাকা সবথেকে বেশি প্রভাবিত?
>হুগলি: প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী হুগলির খানাকুল ১, খানাকুল ২ এবং তারকেশ্বর অনেকাংশে প্রভাবিত।
> হাওড়া: এই জেলায় উদয়নারায়ণপুর এবং আমতা ব্লক গভীরভাবে প্রভাবিত হয়েছে।
> পশ্চিম মেদিনীপুর: এই জেলায় ঘাটাল এবং শালবনী ব্লকের একাধিক অংশ প্রভাবিত হয়েছে।
বিভিন্ন জায়গায় ক্যাম্প এবং উদ্ধার কাজ…
সাধারণ মানুষ যাতে কোনওভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য তৎপর প্রশাসন। বিভিন্ন জায়গায় সরকারি সুরক্ষাকেন্দ্রের সংখ্যা যথাক্রমে হাওড়া-৪, হুগলি-২০, পশ্চিম মেদিনীপুর ১৩০, পুরুলিয়া ২৩, বাঁকুড়া ১৪। এই জেলাগুলি থেকে বহু মানুষকে এই শিবিরগুলিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সংখ্যাটা পাঁচ হাজার ১৮।
কন্ট্রোল রুম…
ইতিমধ্যেই নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে। যে কোনও পরিস্থিতির জন্য ফোন করে সাহায্য চাওয়া যেতে পারে ০৩৩-২২১৪৩৫২৬ ও ১০৭০-তে।
এছাড়াও পর্যটন দফতরের তরফে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। তা সারাদিন খোলা থাকবে। বিবিডিবাগের কন্ট্রোল রুমের নম্বর ১৮০০-২১২-১৬৫৫ এবং ৯০৫১৮৮৮১৭১।
> সমস্ত জেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। যা সচল থাকবে সারাদিন।
> সরকারি কর্মীদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে।
> পুরো পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একনজরে উত্তরবঙ্গের পরিস্থিতি…
তিস্তার জল হু হু করে বাড়ছে। সিকিমে নিখোঁজ একাধিক সেনা জওয়ান। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের নীচু এলাকাগুলি থেকে যাতে সাধারণ মানুষকে দ্রুত সরানো সম্ভব হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা থেকে পদস্থ আধিকারিকদের পাঠানো হচ্ছে ঘটনাস্থলে।
এই দেহগুলি কার, তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে সিকিমের বিপর্যয়ের ফলে দার্জিলিং এবং কালিম্পংয়ের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়েছে। সিকিমের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে জরুরি বৈঠক করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব সহ উচ্চপদস্থ কর্তারা।
কলকাতা থেকে জেলা সব খবর সবার আগে পাওয়ার জন্য ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A