Purba Bardhaman News : টানা বৃষ্টির জেরে ভেঙে পড়ল বর্ধমানের প্রাচীন মন্দিরের একাংশ, আতঙ্ক এলাকায় – old temple broken down for heavy rainfall at purba bardhaman


অবিরাম বৃষ্টির ফলে বর্ধমানের রাজগঞ্জে ভেঙে পড়ল প্রায় ৩০০ বছরের পুরনো নিম্বার্ক সম্প্রদায়-এর রাধা-দামোদর মন্দির বা মহন্ত-অস্থল সংলগ্ন একাংশ। হতাহতের খবর না থাকলেও মহন্ত-অস্থল সংলগ্ন একাংশ রাজগঞ্জ-রথতলা রাস্তার উপর ভেঙে পড়ায় বেশ কয়েক ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল।

DVC Water Release Today : ফুঁসছে দামোদর, বেশকিছু ঘাটে বন্ধ ফেরি পরিষেবা! চালু কন্ট্রোল রুম
কী জানা যাচ্ছে?

মহন্ত-অস্থলের মঠাধ্যক্ষ সুবলদাস বহ্মচারী জানান, বয়সের ভারে দীর্ঘদিন ধরেই একপ্রকার পরিত্যক্ত অবস্থায় ছিল ওই অংশটুকু। অবিরাম বৃষ্টির ফলেই উক্ত অংশটি ভেঙে পরে। যদিও মূল মন্দির এখনও অক্ষত আছে। মহন্ত-অস্থল ভেঙে পড়ার খবর মিলতেই ঘটনাস্থলে পৌঁছন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকনদাস সহ স্থানীয়রা। পৌঁছয় বর্ধমান থানার পুলিশও। পরে পুলিশের উপস্থিতিতে বেশ কয়েক ঘণ্টার চেস্টায় পে-লোডারের সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে রাস্তা পরিস্কার করা হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক।

Bardhaman News : ডেঙ্গি দমনের উপায় কী? অভিনব কায়দায় সচেতনতার প্রচার হবু চিকিৎসকদের
স্থানীয়রা কী জানাচ্ছেন?

স্থানীয়রা জানান, মন্দিরটি অতি প্রাচীন মন্দির। নিত্যদিন এখানে রাধা মাধবের পুজো হয়ে থেকে। মন্দির থেকে ভোগ বিতরণ করা হয়। প্রতিদিন প্রচুর মানুষ এই মন্দিরে পুজো দিয়ে আসেন। ভোগ সংগ্রহ করতে আসেন। মন্দিরের একটি অংশ ভগ্নপ্রায় অবস্থায় ছিল। টানা বৃষ্টির ফলে সেই অংশটি আরও দুর্বল হয়ে যায়। এরপর ভার না রাখতে পেরে মন্দিরের একটি অংশ ভেঙে পড়ে যায়।

Bardhaman News : ফের দুর্ঘটনায় পড়ুয়ার মৃত্যু! স্কুল যেতে গিয়ে প্রাণ হারাল ভাই, আহত বোন
যান চলাচলে অসুবিধা

মন্দিরের একটি অংশ রাস্তার উপর ভেঙে পড়ার কারণে রাজগঞ্জ-রথতলা যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ প্রশাসনের সহযোগিতায় মন্দিরের ভেঙে পড়া অংশ তুলে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এরপরেই যান চলাচল ফের স্বাভাবিক হয়।

OTT প্রতারণা! ২ লাখ টাকা হাওয়া অ্যাকাউন্ট থেকে

বর্ধমানে অবিরাম বৃষ্টি

গত কয়েকদিন ধরেই নিম্নচাপের কারণে দুই বঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। বর্ধমান জেলাতেও গত কয়েকদিন টানা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যায় বিক্ষিপ্ত ভাবে। বিক্ষিপ্তভাবে ৮ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হয়েছে এই জেলায়। টানা বৃষ্টিপাতের জেরে জল ছাড়া হচ্ছে ডিভিসির মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের উপর দিয়ে গিয়েছে অজয় নদ। নদের জলস্তর বাড়তে শুরু করেছে। মঙ্গলকোট বিস্তীর্ণ অংশ জলমগ্ন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

নতুন খবর জানতে এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *