Sikkim Flood News : গতরাতে পরিবারের সঙ্গে শেষ কথা, বাইকে সিকিম বেড়াতে গিয়ে নিখোঁজ রায়গঞ্জের ২ ভাই – two young boy of raiganj uttar dinajpur missing at sikkim


মোটরবাইক নিয়ে সিকিমে ঘুরতে গিয়ে নিখোঁজ রায়গঞ্জ শহরের একই পরিবারের দুই ভাই ও তাঁদের এক বন্ধু-সহ মোট তিন যুবক। উৎকণ্ঠায় নিখোঁজ যুবকদের পরিবার। নিখোঁজ যুবকদের নাম স্বর্ণদ্বীপ মজুমদার ও শ্রীকান্ত মজুমদার। তাঁদের বাড়ি রায়গঞ্জের উকিল পাড়া ও সেবকপল্লীতে। তৃতীয় যুবকের নাম ইশান, বাড়ি ঝাড়খণ্ডের রাঁচি।

পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতে যুবকদের সঙ্গে শেষ কথা হয়। বুধবার আর তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের লোকজনেরা। সিকিমে ভয়াবহ দুর্যোগ নিয়ে আশঙ্কায় নিঁখোজ যুবকদের পরিবার। রায়গঞ্জ থানার দারস্থ হয়েছেন ২ যুবকের পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর স্বর্ণদ্বীপ মজুমদার, তাঁর খুড়তুতো দাদা শ্রীকান্ত মজুমদার এবং ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা ইশান সিকিমের গুরুদংমার লেকের উদ্দেশে বাইকে রওনা দেন। মঙ্গলবার রাতে তাঁরা সিকিমের লাচেনে একটি হোটেলে রাত্রিযাপন করেন। বুধবার ভোরে তাঁদের নিজেদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য রওনা দেওয়ার কথা ছিল।

Sikkim Tourism: প্রকৃতির রোষে তছনছ সিকিম, পুজোয় ঘুরতে যাওয়ার প্ল্যান বিশ বাঁও জলে
কিন্তু মঙ্গলবার সকাল থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি পরিবারের লোকেরা। সিকিমের ভয়াবহ দুর্যোগের খবর জানতে পেরে পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে। উৎকণ্ঠায় প্রতিয়া মুহূর্ত কাটছে তাঁদের। পরিবারের পক্ষ থেকে গোটা ঘটনা রায়গঞ্জ থানায় গিয়ে জানানো হয়েছে, এবং একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, স্বর্ণদ্বীপ মজুমদার ও তার রাঁচির বন্ধু কলকাতায় আইটি সেক্টরে কর্মরত। আর শ্রীকান্ত মজুমদার কলকাতায় একটি বেসরকারি ব্যাঙ্কে কর্মরত। গতবছরও তাঁরা বাইক নিয়ে বাইরে ঘুরতে গিয়েছিলেন। তবে এই বছর ঘুরতে গিয়ে যে তাঁদের খোঁজ পাওয়া যাবে না, তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি পরিবারের লোকেরা।

Sikkim Flash Flood Update: হড়পা বানে উধাও রাস্তা, ভেঙেছে সেতু! সিকিমের কোথায় কোথায় আটকে পর্যটকরা?
সিকিমে হরপা বাণ
প্রসঙ্গত, মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত প্রতিবেসী রাজ্য সিকিম। উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যের লাচেন উপত্যকায় তিস্তা নদীতে আসে হড়পা বান। যার জেরে ভেসে যায় সেনাবাহিনীর গাড়ি। ২৩ জন সেনা নিখোঁজ বলে খবর পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, বেশ কিছু সেনার গাড়ি হড়পা বাণে ভেসে গিয়েছে। ইতিমধ্যেই সেনাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। সেনা সূত্রে খবর, বারডাঙে সেনাবাহিনীর গাড়িটি দাঁড়িয়ে ছিল। তখনই হঠাৎ করে চলে আসে হড়পা বাণ। যার জেরে ভেসে যায় ওই গাড়িগুলি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *