Siliguri News : শিলিগুড়ি থেকে কালিম্পঙের রাস্তা বন্ধ, ঘুরপথে সমস্যায় পর্যটকরা – siliguri tourist facing problem to reach kalimpong for road blocked due to landslide


তিস্তার জলের তোড়ে ক্ষতি হয়েছে ১০ নম্বর জাতীয় সড়কের। রাস্তায় ধস নামার কারণে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। শিলিগুড়ি থেকে কালিম্পঙ যাওয়ার রাস্তা বন্ধ। সমস্যায় পড়তে হচ্ছে পর্যটকদের। শিলিগুড়ি থেকে নতুন করে উপরে পর্যটক তোলা হচ্ছে না।

Sikkim Landslide : ধসের কারণে শিলিগুড়ি থেকে সিকিমগামী রাস্তা বন্ধ, বহু পর্যটক আটকে পড়ার আশঙ্কা
কী জানা যাচ্ছে?

তিস্তায় হড়পা বানের কারণে ক্ষতিগ্রস্ত ১০ নম্বর জাতীয় সড়ক। এর জেরে শিলিগুড়ি-কালিম্পঙ যোগাযোগ ব্যাহত। ঘুরপথে এখন শিলিগুড়ি থেকে কালিম্পঙ যেতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলেই জানা গিয়েছে। সকাল থেকেই সেবকের কাছ থেকে গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

Siliguri News : শিলিগুড়িতে নয়া ‘দানব’-এর তাণ্ডব! মেয়রকে ফোন করে অভিযোগ অতিষ্ট বাসিন্দার
বেড়েছে তিস্তার জল

যেভাবে তিস্তায় জল বেড়েছে তাতে ১০ নম্বর জাতীয় সড়ক বহু জায়গায় ধসে গিয়েছে। ২৯ মাইল, মেল্লির কাছেও জাতীয় সড়ক তিস্তাগর্ভে চলে গিয়েছে। এখন কালিম্পঙ যেতে গেলে লাভা, গোরুবাথান হয়ে সেখানে যেতে হচ্ছে। এই পথেই কালিম্পঙ থেকে শিলিগুড়িতে আসতে হচ্ছে।

World Tourism Day 2023 : চলন্ত টয় ট্রেনেই বিশ্ব পর্যটন দিবস পালন, অভিনব উদ্যোগ শিলিগুড়িতে
গাড়ির ভাড়া বেড়েছে

তবে সকাল থেকে শিলিগুড়ি-কালিম্পঙ গাড়ির সংখ্যা একেবারেই কম। বাস চলছে না। তিস্তার জলস্রোতের জেরে তিস্তা সেতু দিয়ে কোনও গাড়ি যেতে দেওয়া হচ্ছেনা প্রশাসনের তরফে। সকাল থেকেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে তিস্তা সেতু দিয়ে। কালিম্পঙয়ের পর্যটকদেরও ঘুরপথেই এখন শিলিগুড়িতে নামতে হবে। শিলিগুড়ি থেকে সেবক, কালিঝোরা, তিস্তা বাজার হয়ে কালিম্পঙ পৌঁছতে তিন ঘণ্টা সময় লাগে। এখন এই রাস্তা বন্ধ থাকায় ঘুরপথে যেতে প্রায় ৪-৫ ঘণ্টা সময় লাগবে। গাড়ি ভাড়াও অনেকটা বেড়েছে জানা গিয়েছে। তবে গাড়ি চালকেরাও কালিম্পঙয়ের দিকে যাচ্ছেন না। সকাল থেকে হাতেগোনা কিছু গাড়ি কালিম্পঙ গিয়েছে।

Darjeeling Weather : রাতের পাহাড়ি আকাশে বিদ্যুতের ঝলক! অঝোরে বৃষ্টি

বিচ্ছিন্ন সিকিম

সিকিমের সঙ্গে সকাল থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ইতিমধ্যে ২৩ জন সেনা জওয়ান নিখোঁজ হয়েছেন বলেও খবর পাওয়া গিয়েছে। দ্রুত গতিতে উদ্ধার কার্য শুরু হয়েছে। রাস্তা মেরামতের কাজ কিছুটা সময় লাগবে বলেই জানানো হয়েছে। স্বাভাবিকভাবে, শিলিগুড়ি থেকে সিকিমগামী যাতায়াত সকাল থেকে বন্ধ। সমস্যায় পড়েছেন সিকিমের পর্যটকরাও।

প্রতিদিন খবরের আপডেট পেতে এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *