Aadhaar Biometric Fraud : বায়োমেট্রিক তথ্য জালে ধৃত আরও ৩, কী ভাবে কাজ করত প্রতারকরা? – kolkata police intelligence department arrest 3 for aadhaar biometric fraud case


এই সময়: আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য জাল করে প্রায় ২৯ হাজার টাকা তুলে নেওয়ার ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার উত্তর দিনাজপুরের একটি বাড়ি থেকে তাঁদের ধরা হয়েছে। ধৃতদের নাম–মুসা আলম, মহম্মদ নৌসাদ হায়াত এবং পসিরুল আলম। আধারকে হাতিয়ার করে প্রতারণার মামলায় দিন সাতেক আগেই উত্তর দিনাজপুর থেকে রোশন আলি এবং মোক্তার আলম নামে দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ।

তাঁদের জেরা করেই আরও তিন জনের নাম উঠে আসে। ধৃতদের বুধবার আদালতে হাজির করা হলে বিচারক ১৪ অক্টোবর পর্যন্ত তাঁদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের কাছ থেকে কম্পিউটার, ল্যাপটপ, ফিঙ্গারপ্রিন্ট নকল করার মেশিন উদ্ধার হয়েছে। ধৃতদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জেনেছেন, দলিল ডাউনলোড করার পাশাপাশি ফিঙ্গার প্রিন্টের ফটোকপি থেকেও আঙুলের ছাপ নকল করা ছিল তাঁদের কাজ।

Aadhaar Biometric Fraud : বিহারের আড়াইয়া যেন অপারেশনের আঁতুড়ঘর!
এক দিনে কমপক্ষে ১০০-১৩০ জনের দলিল ডাউনলোড করার টার্গেট ছিল এক-এক জনের। উত্তর দিনাজপুর এবং বিহারে বসেই চলত পুরো অপারেশন। এখনও পর্যন্ত সব মিলিয়ে কত জনের হাতের ছাপ তাঁরা দলিল, আধার কার্ড থেকে নকল করেছেন, কতজনের সঙ্গে প্রতারণা করেছেন–তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা, সেটাও জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

Telegram Cyber Fraud : টেলিগ্রামে ‘ভয়ঙ্কর’ প্রতারণা, অ্যাকাউন্ট থেকে ‘হাপিস’ ২৮ লাখ! কলকাতায় ধৃত ২
সম্প্রতি রাজারহাটের এক ব্যক্তি জানান, হঠাৎই মোবাইলে একটি মেসেজ আসে। তাতে জানা যায়, অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে টাকা। অথচ, ওই টাকা তিনি তোলেননি। পুরো বিষয়টি জানতে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, প্রতারকরা আঙুলের ছাপ ক্লোন করেছে। এর পরেই পুরো ঘটনা জানিয়ে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি।

সেই ঘটনার তদন্তে নেমেই প্রতারিত ব্যক্তির টাকা যে অ্যাকাউন্টে গিয়েছে–সেই সূত্র ধরে উত্তর দিনাজপুর থেকে প্রথমে দু’জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের আশঙ্কা, জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রেশনের সময়ে দেওয়া অনেকের ফিঙ্গারপ্রিন্ট ইতিমধ্যেই সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছে প্রতারকদের দল। আধার কার্ড সামনে রেখে প্রতারণার ঘটনা সামনে আসার পর অনেকেই আধার কার্ড লক করেছেন ঠিকই। তবে অনেকে এখনও করেননি।

Aadhaar Biometric Lock : বায়োমেট্রিক হাতিয়ে আর্থিক প্রতারণা, ‘হটস্পট’ কলকাতাকে বাঁচাতে অর্থ দফতরকে বার্তা পুলিশের
লালবাজারের এক কর্তার বক্তব্য, ‘সরকারি কাজের জন্যে নেওয়া আধারের তথ্য থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট গোপন রাখার অনুরোধ আমরা নবান্নে করেছি। তবে, যাঁরা এখনও আধারের বায়োমেট্রিক লক করেননি, তাঁদের বলব, অবিলম্বে করে নিন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *