Bagdogra to Gangtok Car Service : সিকিমের ধসে দুর্গত পর্যটকদের বিনামূল্যে গাড়ি পরিষেবা, কখন-কোথা থেকে মিলবে? – bagdogra taxi owners welfare association giving free car service for tourist at bagdogra to gangtok route after sikkim flash flood


সিকিমে আটকে পড়েছেন অসংখ্য পর্যটক। এর মাঝেই পর্যটকদের সুবিধার্থে এগিয়ে এল বাগডোগরা ট্যাক্সি ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান । আটকে পড়া পর্যটকদের বিনামূল্যে পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল তাঁরা। যাত্রীদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার ব্যাপারে বিপদগ্রস্ত পর্যটকদের আহ্বান জানিয়েছে তাঁরা।

Sevoke Rangpo Railway Project : সিকিমে দুর্যোগ, সেবক-রংপো রেল প্রকল্পের সিগন্যাল রেড
সমস্যায় পর্যটকরা

হড়পা বান এবং ধসের কারণে পুরো সিকিম বিপর্যস্ত। সিকিমের সঙ্গে বাংলার সড়ক পথে যোগাযোগ ব্যবস্থার অবনতি ঘটেছে। বহু পর্যটককে ঘুরপথে ফিরতে হচ্ছে শিলিগুড়ি। যার জন্য সাত থেকে আট ঘণ্টা অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে তাঁদের। অর্থ এবং সময় উভয়ই সমস্যায় ফেলছে পর্যটকদের। অনেক ক্ষেত্রে গাড়ি ভাড়া চাওয়া হচ্ছে দ্বিগুণ হারে। এমত অবস্থায় এগিয়ে এল বাগডোগরা ট্যাক্সি ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান।

Siliguri News : শিলিগুড়ি থেকে কালিম্পঙের রাস্তা বন্ধ, ঘুরপথে সমস্যায় পর্যটকরা
কী জানাল ট্যাক্সি ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান?

ট্যাক্সি ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান তরফে সচিব মিলন সরকার জানিয়েছেন, একটি নিরাপদ স্থানে যাত্রীদের নিরাপদ নিরাপদে পৌঁছে দিতে আমরা পর্যটকদের বিনামূল্যে পরিবহন পরিষেবা দিতে পারলে আনন্দিত হব। আমাদের ডেডিকেটেড টিম, একজন নির্ভরযোগ্য ড্রাইভার সহ, আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

Sikkim Landslide : ধসের কারণে শিলিগুড়ি থেকে সিকিমগামী রাস্তা বন্ধ, বহু পর্যটক আটকে পড়ার আশঙ্কা
কীরকম পরিষেবা থাকছে?

পর্যটকদের জন্য একাধিক গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। বাগডোগরা ট্যাক্সি ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান জানিয়েছে, 05টি বিলাসবহুল ক্যাব মোট 30টি যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন ৬ অক্টোবর বাগডোগরা থেকে গ্যাংটক এবং ৭ অক্টোবর গ্যাংটক থেকে বাগডোগরা যাত্রী পরিবহন করবে। এছাড়া আরও একটি পরিষেবা, 05টি বিলাসবহুল মোট 30 যাত্রী ধারণক্ষমতা ক্যাব ৭ অক্টোবর বাগডোগরা থেকে -গ্যাংটক এবং ৮ অক্টোবর গ্যাংটক থেকে বাগডোগরা যাত্রী পরিবহন করবে।

কোথায় যোগাযোগ করবেন?

বিপদগ্রস্ত পর্যটকরা 9734144375 বা 9832388425 নম্বরে যোগাযোগ করতে পারেন। ৬ অক্টোবর, শুক্রবার থেকে ৮ অক্টোবর পর্যন্ত এই পরিষেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ভয়ংকর পরিস্থিতি সিকিমে, কলকাতায় বৃষ্টির ইতি হবে কবে?

বিপর্যস্ত পর্যটন

সিকিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে প্রচণ্ড ক্ষতির মুখে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। ইতিমধ্যে একাধিক পর্যটক সিকিম ভ্রমণ প্ল্যান পরিবর্তন করে দার্জিলিঙ বা উত্তরবঙ্গের অন্যান্য পর্যটন স্থানে যাওয়ার ব্যাপারে আগ্রহী হচ্ছেন।

সব খবরের জন্য এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *