Calcutta High Court News Today : ‘ক্লাস না নিয়ে কী করে মিছিল করবেন?’ কাজের দিনে শিক্ষকদের কর্মসূচি নিয়ে প্রশ্ন হাইকোর্টের – calcutta high court raises question about brihattara graduate teachers association rally on weekdays


‘শিক্ষকরা ক্লাস না নিয়ে কাজের দিনে কী করে মিছিলে অংশ নেবেন,’ শিক্ষকদের মিছিল সংক্রান্ত এক মামলায় এমনটাই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। একগুচ্ছ দাবিতে মিছিলের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয় বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বিচারপতি প্রশ্ন করেন, ‘শিক্ষকরা ক্লাস না নিয়ে কাজের দিনে কী করে মিছিলে অংশ নেবেন?’ আদালতের এই প্রশ্নের প্রেক্ষিতে মামলাকারীদের আইনজীবী বলেন, ‘সরকারের কাছে দীর্ঘদিন আবেদন করেও কাজ না হওয়ায় বাধ্য হয়ে রাস্তায় নামতে হচ্ছে শিক্ষকদের।’

এদিকে রাজ্যের তরফে আদালতে বলা হয়, ‘পুজোর আগে এমন মিছিলের অনুমতি দিলে, সাধারণ মানুষের সমস্যা হবে। পুজোর পরে অনুমতি দেওয়া হোক।’ সেই কথা শুনে বিচারপতি বলেন, ‘পুজো কোনও ইস্যু নয়। মহালয়ায় আগে এমন মিছিল হতে পারে।’ আদালত আরও বলে, ‘রাজ্য ও আবেদনকারীরা ভিন্ন কোনও রাস্তা বা বিকল্প কোনও ফাঁকা জায়গায় জমায়েতের প্রস্তাব নিয়ে আসুন, তখন বিবেচনা করবো।’ মামলার পরবর্তী শুনানি আগামীকাল শুক্রবার।

Students’ Union Election : ‘…উপাচার্য নিয়োগ না হলে সম্ভব নয়’, ছাত্রভোট নিয়ে হাইকোর্টে অবস্থান জানাল রাজ্য
প্রসঙ্গত, বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আগামী ১৩ অক্টোবর আচার্য সদন থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নেয় বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন। প্রায় তিন হাজার শিক্ষকের এই মিছিলে অংশ নেওয়ার কথা। কিন্তু মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। যার প্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হয় বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন। সেই মামলাতেই এদিন এই কথা বলে আদালত।

উলুবেড়িয়ায় বাম প্রার্থীকে কারচুপি করে ভোটে হারানো: হাইকোর্টে নতুন মামলা দায়ের
২০২০ সালেও আন্দলনে নামে সংগঠনটি
এর আগে ২০২০ সালে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন বৈষম্যের অভিযোগ তোলে। সেই সময় অ্যাসোসিয়েশনের সদস্যদের অভিযোগ ছিল, এক লক্ষ ১০ হাজার স্নাতক শিক্ষক বেতন বৈষম্যের শিকার। তাঁদের আরও অভিযোগ ছিল অন্যান্য রাজ্যে স্নাতকোত্তর শিক্ষকদের সঙ্গে স্নাতক শিক্ষকের বেতনের যে পার্থক্য পশ্চিমবঙ্গে তা অনেকটাই বেশি।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম রয়েছে রাজ্য রাজনীতি। নিয়োগের দাবিতে দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন যোগ্য শিক্ষকরা। শিক্ষক নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতির অভিযোগ উঠেছে। যার জেরে পরপর ধরপাকড়ও চালিয়েছে সিবিআই-ইডির মতো সংস্থা। ধৃতদের তালিকায় রয়েছেন, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীও। তারই মাঝে এবার আন্দোলনের ডাক বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের। এখন দেখার আগামীকালের শুনানিতে কী নির্দেশ দেয় আদালত।

আদালত সংক্রান্ত আরও খবরের জন্য ফলো করুন এই সময়ের ডিজিটাল চ্যানেল। ক্লিক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *