সাম্প্রতিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি চেয়ে মধ্যমগ্রাম পুরসভার কাছে নোটিশ পাঠায় ইডি। বর্তমান চেয়ারম্যান নিমাই ঘোষ জানিয়েছিলেন, নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই তিনি পাঠিয়েছিলেন ইডি দপ্তরে। তবে সূত্রের খবর অয়ন শীলের ফাইল ঘেঁটে বেশ কিছু তথ্য উঠে আসে ইডির হাতে, সেই তথ্যের ভিত্তিতে আজ ভোর ছটায় ইডি আধিকারিকরা হানা দেয় মন্ত্রী রথীন ঘোষের মধ্যমগ্রাম মাইকেল নগরের বাড়িতে। সকাল থেকেই চলছে ইডির তল্লাশি অভিযান,বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। প্রায় পাঁচটি গাড়িতে করে ইডি-এর আধিকারিকরা পৌঁছন খাদ্যমন্ত্রীর বাড়ি। আচমকা এসে বাড়ির ভিতরে ঢুকে যান ইডি অফিসাররা। গোটা বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ জওয়ানরা। কাকভোরে এভাবে মন্ত্রীর বাড়িতে হানায় রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য। সূত্রের খবর, ইডি হানার সময় বাড়িতেই আছেন রথীন ঘোষ। তাঁর সহ তাঁর পরিবারের লোকজনদেরও মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।
শুধু খাদ্য মন্ত্রীই নন, টিটাগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও একইসঙ্গে হানা দেয় ইডির একটি দল। উত্তর ২৪ পরগণা জেলার টিটাগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীর বাড়িতে ভোরবেলা থেকে ইডি তল্লাশি। টিটাগর পুরসভায় চাকরি নিয়োগ ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছিল, সেই ঘটনায় তদন্তে এসেছে ইডি। সকাল সাড়ে ছয়টা নাগাদ চার থেকে পাঁচ জন অফিসার প্রশান্ত চৌধুরীর বাড়িতে আসে। ২০১৬ সালে টিটাগর পুরসভায় ২২১ জন চাকরি পেয়েছিলেন বলে জানা যায়। নিয়োগ দুর্নীতি মামলায় অভিয়ুক্ত ও ধৃত অয়ন শীলের হাত ধরে সেইসব চাকরি হয়েছিল বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলায় এদিন ইডি নজরে উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভার চেয়ারপার্সন। জানা গিয়েছে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা, বরানগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মল্লিক এবং দক্ষিণ দমদম পুরসভার নিতাই দত্ত সহ পুরসভা নিয়োগ দুর্নীতিতে একাধিক জায়গায় তল্লাশি অভিযান ইডির।
প্রতি মুহূর্তের সমস্ত ব্রেকিং নিউজেক আপডেট পেতে এবং খবরের মোড় ঘুরিয়ে দেওয়া আসল খবর ও ভিডিয়ো দেখতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক করুন: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A