ED Raid Recruitment Scam: রাজভবন অভিযানের দিনেই ইডি ম্যারাথন তল্লাশি, স্ক্যানারে দক্ষিণ দমদম পুরপ্রধান সহ একাধিক পুরসভার চেয়ারপার্সন – enforcement directorate raid at dakhin dumdum municipality vice chairman former chairman house including others municipality administrator house


পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবারে ‘সু্পার’ তৎপর ইডি। তৃণমূলের রাজভবন অভিযানের দিনই রাজ্যের এক ডজন জায়গায় তল্লাশি। পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলছে ইডি অভিযান। ইডি স্ক্যানারে একাধিক তৃণমূল পরিচালিত পুরসভা। খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়ি ছাড়াও উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভা প্রশাসকের বাড়িতে এদিন হানা দেয় ইডি আধিকারিকদের দল। মোট ১২টি দলে ভাগ হয়ে তল্লাশি চালায় ইডি।

Recruitment Scam : চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই বাতিল প্যানেল, কলকাতা পুরসভায় নিয়োগে অনিয়ম
সূত্রের খবর, এদিন ভোর চারটে থেকে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান পাঁচু রায়ের বাড়িতেও চলছে ইডির তল্লাশি অভিযান । লেকটাউন -শ্রীভূমি এলাকার বাসিন্দা দক্ষিণ দমদম পুরসভার উপ পুরপ্রধান নিতাই দত্তের লেকটাউনের বাড়িতে ইডির ৪ জন তদন্ত আধিকারিক তল্লাশিতে এসেছেন । ভোর চারটেয় তাঁর বাড়িতে আসেন তদন্ত আধিকারিকরা।

Rathin Ghosh : পুর নিয়োগ দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ED, রাজ্যের ১২ জায়গায় চলছে ম্যারাথন তল্লাশি
এছাড়া বরানগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিক, বরানগর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্য চৌধুরী, কামারহাটি পুরসভার টিটাগড়ের প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও বৃহস্পতিবার ভোরে হানা দিয়েছে ইডি।

পুর নিয়োগ দুর্নীতিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ। টাকা নিয়ে চাকরি বিক্রির অভিযোগ। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত অয়ন শীলের সল্টলেকের অফিস থেকে পাওয়া নথি ও তথ্যের ভিত্তিতে শুরু হয় তদন্ত। মাসখানেক আগে একযোগে নিয়োগ দুর্নীতিতে চিহ্নিত ২৪ পুরসভায় একসঙ্গে তল্লাশি অভিযানে নেমেছিল ইডি। এদিন ফের ম্যারাথন তল্লাশি। তবে এবার স্ক্যানারে উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভার পুর প্রশাসক।

Job Scam: উত্তর ২৪ পরগনার পুরসভাগুলিতে নিয়োগ নথি খতিয়ে চোখ কপালে! ‘গরমিল’ ১৫০০ চাকরিতে
অন্যদিকে, তৃণমূলের রাজভবন অভিযানের দিনই তৃণমূল নেতা মন্ত্রীর বাড়িতে ম্যারাথন তল্লাশিতে ফের রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে শাসক দল। রথীন ঘোষের বাড়িতে ইডি তল্লাশি অভিযানের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ দেখাতে থাকে বাড়ি গেটের সামনে।মধ্যমগ্রামের রুপকার বলা হয় রথীন ঘোষ কে, তাকে কালিমালিপ্ত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই ইডির তল্লাশি, কেন্দ্রীয় সরকারের চক্রান্ত বলে অভিযোগ করছে এলাকাবাসীর। এলাকার মানুষের দাবি, ‘যখন প্রয়োজন তখন পেয়েছেন রথীন বাবুকে,তার মত স্বচ্ছ মানুষ নেই,তার বিরুদ্ধে এই চক্রান্ত এলাকাবাসী কেউ মেনে নিতে পারছে না।’ রথীন ঘোষের পিছনে ইডি লাগিয়ে দেওয়া হয়েছে তার কারণ হিসাবে অনেকেই দাবি করছেন। ‘সম্প্রতি বিজেপি এক নেতৃত্বকে (শুভেন্দু অধিকারী) কেমিক্যাল মিনিস্টার বলেছিলেন বলে এই প্রতিশোধ’, বলে দাবি জনৈক তৃণমূল অনুগামীর।

Abhishek Banerjee News : ‘আমার লেখা চিঠি ফাঁস করছেন শুভেন্দু’, ED-কে সুপ্রিম-হুঁশিয়ারি অভিষেকের
রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতি, দুর্নীতির তদন্ত থেকে বড় অপরাধের যে কোনও খবরের সমস্ত অ্যাঙ্গেলের খবর সময়ে পেতে ফলো করুন এই সময় ডিজিটাল হোয়াটস অ্যাপ চ্যানেল



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *