Ghatal News : ঘাটাল জলে জলাকার, বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি! সবং-চন্দ্রকোণা নিয়ে বাড়ছে ভয় – flood situation in paschim medinipur ghatal area administration takes steps


এক নাগারে বৃষ্টি ও একাধিক জলাধার থেকে জল ছাড়ার কারণে ঘাটালসহ পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। কংসাবতী, শিলাবতী, কপালেশ্বরীসহ একাধিক নদী জলের কারণে ফুলে ফেঁপে উঠেছে। বন্যায় সবথেকে বিপর্যস্ত ঘাটাল এবং সবং। ঘাটাল পুরসভা এলাকার একাধিক ওয়ার্ড এবং মনসুকা, অযবনগরসহ ঘাটালের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন।

Awas Yojana: আবাসে নাম থাকা সত্ত্বেও মেলেনি পাকা বাড়ি! দেওয়াল চাপা পড়ে মৃত্যুতে শুরু তরজা
জমা জলের কারণে খারাপ অবস্থার দিকে সবংও। সবংয়ের জারুরা, নন্দপুরা, চক খুনখনিয়াসহ বেশ কয়েকটি এলাকা প্লাবিত। জলবন্দি দশা থেকে উদ্ধার করা হচ্ছে এলাকার মানুষকে। প্রশাসনের তরফে একাধিক এলাকায় আনা হয়েছে স্পিডবোট। বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীদেরও মোতায়েন করা হয়েছে। গালুডি, পাঞ্চেত সহ জলাধারগুলির পাশাপাশি কংসাবতী অ্যানিকেত থেকেও জল ছাড়া হচ্ছে সেচ দফতরের তরফে। ফলে বন্যা পরিস্থিতি আরও খারাপ দিকে যেতে পারে বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে টান কয়েকদিনের বৃষ্টিতে বিপর্যস্ত চন্দ্রকোনার বিভিন্ন এলাকাও। কয়েকদিনের টানা বৃষ্টি মাটি নরম হয়ে ভরদুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো তিনতলা মাটির বাড়ি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার রাধাবল্লভপুর এলাকায় ঘটনা। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

WB Flood Alert: পুজোর মুখে বন্যার আশঙ্কা! ডিভিসি-এর পাশাপাশি কংসাবতী থেকেও জল ছাড়ার সিদ্ধান্ত
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিনের টানা বৃষ্টিতে ওই বাড়ির পাশে থাকা একটি নালতে জল জমেছিল। জলের কারণে আজ দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা মাটির বাড়িটি। সনাতন পাল ও স্বপন পাল নামে দুই ভাই বাড়িতে বাস করত বলে জানা গিয়েছে। সব মিলিয়ে ৪ শিশুসহ ১৪ জন এই বাড়িটিতে বাস করত।

পাল পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর থেকেই মাটির বাড়িতে ফাটল দেখা যায়। পরিবারের সদস্যরা তখন থেকে বিষয়টি নিয়ে সতর্ক ছিলেন। বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা থেকে আসবাবপত্র ও অন্যান্য জিনিস সরিয়ে ফেলার পরিকল্পনা করে পাল পরিবারের সদস্যরা। কিন্তু প্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলার আগেই ঘটে বিপত্তি। দুপুর নাগাদ বাড়িটি ভেঙে পড়ে। পরিবারের সদস্যদের প্রাণহানি বা আহত হওয়ার মতো কোনও ঘটনা ঘটেনি।

Malda Flood : টানা বৃষ্টিতে ভাসছে ইংরেজবাজার, জলমগ্ন স্কুল-হাসপাতাল! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল অঙ্গনওয়াড়ি কেন্দ্র
পরিবারের সদস্যরা বারবার প্রশাসনের দিকে অভিযোগে আঙুল তুলেছেন। তাঁদের দাবি, দীর্ঘদিন প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনও পদক্ষেপ করা হয়নি। এমনকী আবাস যোজনার টাকা পাওয়া যায়নি বলে অভিযোগ পাল পরিবারের। গ্রামের কেউ প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পায়নি বলে অভিযোগ।

সব খবর সবার আগে জানতে জয়েন করুন এই সময় ডিজিটাল। রইল লিঙ্ক : https://bit.ly/eisamay-whatsapp-channel



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *