Howrah City Police : পিষে দিয়ে যায় ট্রেলার, হাওড়ায় মর্মান্তিক মৃত্যু পুলিশ কর্মীর – howrah city police person expired in a road accident


পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক পুলিশ কর্মীর। মৃত পুলিশ কর্মীর নাম দেবাশিস দাস (৫৭)। তিনি হাওড়া সিটি পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ঘটনাটি গতকাল রাত দশটা নাগাদ বেতাইতলা এলাকায় ঘটে। মৃত্যুর ঘটনায় পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।

Flood Alert in West Bengal : রাতেই ডুবল বিস্তীর্ণ এলাকা, বানভাসিদের জন্য ত্রাণ শিবির হাওড়ায়
পুলিশ কী জানাচ্ছে?

জানা গিয়েছে, পুলিশ কর্মী দেবাশিস দাস ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে বেতাইতলার মোড় থেকে ব্রিজে ওঠার সময় স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই পড়ে যান। ঠিক সেই সময় পিছন দিক থেকে আসা একটি ১০ চাকার ট্রেলার তাঁর শরীরের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই গুরুতর জখম হন তিনি। দুর্ঘটনার বিষয়ে লক্ষ্য করে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।

DVC Water Release Howrah : রাতেই জলমগ্ন হওয়ার আশঙ্কা হাওড়ার বিস্তীর্ণ অংশ, সতর্ক জেলা প্রশাসন
দুর্ঘটনা দেখে বেশ কিছু ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে আসেন। দেবাশিস বাবুকে উদ্ধার করে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনায় তাঁর পরিবারের নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানিয়েছেন, দেবাশিস দাস নামে ওই পুলিশ কর্মী স্কুটি নিয়ে ফিরছিলেন। ব্রিজে ওঠার সময় নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ঠিক সেই সময়ই একটি ট্রেলার আসছিল। সেটিও নিয়ন্ত্রণ না রাখতে পেরে তাঁর দেহের উপর দিয়ে চলে যায়। দুর্ঘটনার পর ট্রেলারটি দুর্ঘটনা স্থল থেকে চলে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

Howrah News : টানা বৃষ্টিতে হুগলি নদী বাঁধে ভাঙন, আতঙ্কিত উলুবেড়িয়ার বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা
পুলিশ কর্মীর মৃত্যু

কিছুদিন আগেও পথ দুর্ঘটনায় পুলিশ কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। নারায়ণগড়ে ৬০ নং জাতীয় সড়কে বেপরোয়া একটি কন্টেনারের ধাক্কায় মৃত্যু হয় পুলিশ কর্মী–সহ দু’‌জনের। কন্টেনারটি দ্রুত গতিতে এসে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা এক পুলিশ ভ্যানে। ঘটনাস্থলেই এক পুলিশ কর্মী এবং এক জন সিভিক ভলেন্টিয়ার গুরুতর জখম হন।

ডেঙ্গি মোকাবিলায় চারশো ক্লাবকে অনুদান! প্রবল বিতর্ক!

তাঁদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মকরামপুর গ্রামীণ হাসপাতালে। পরে তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘাতক কন্টেনারটিকে আটকানো গেলেও চালক পালিয়ে যায়। জাতীয় সড়কের উপর এহেন দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। চালকের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।

নতুন খবর আগে পেতে এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *