India Bangladesh Border : সোনা পাচারেও ‘কর্পোরেট’ কায়দা! মাসিক বেতনে পোর্টারদের উৎসাহ বাড়ছে কয়েক গুণ – india bangladesh border gold smugglers recruiting agents in monthly salary


বাংলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে পাচারের ঘটনা নতুন নয়। চাকরির এই মন্দার বাজারে রীতিমতো ‘কর্পোরেট’ কায়দায় বেতন দিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে নিয়োগ করা হচ্ছে। বর্তমান পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে এই নয়া ‘চাকুরিজীবী’-রা এখন পুলিশ-প্রশাসন ও BSF-এর কাছে বড় মাথাব্যথার কারণ। কোনও সাধারণের জন্য এই চাকরি নয়। শুধু পাচারকারীরাই এই চাকরি করার সুযোগ পাবেন।

Biswa Bangla Gate : বিশ্ব বাংলা গেটের পর ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শহরে এবার ‘গেটওয়ে অব বেঙ্গল’, হবে কর্মসংস্থানও
সম্প্রতি মাসিক বেতনে পাচারকারী নিয়োগ করছে সোনা মাফিয়ারা। এক সোনা পাচারকারীকে গ্রেফতার করে প্রাথমিক জেরার পর এই তথ্য সামনে এসেছে। আর এতেই কপালে চিন্তার ভাঁজ BSF ও গোয়েন্দাদের। প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে মাসিক ১৫ থেকে ২০ হাজার টাকা বেতনে পাচারকারী নিয়োগ করা হচ্ছে। ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় গরিব মানুষরাই এখন গোল্ড মাফিয়াদের টার্গেট। টাকার লোভে অনেকেই পাচারকারীদের দলে নাম লেখাচ্ছেন।

Khagragarh Case : রিয়েল টু রিল: সেই পুজোতেই আনফোল্ড অষ্টমীর খাগড়াগড়
সোনা, নিষিদ্ধ মাদক, গোরু, ওষুধসহ বিভিন্ন সামগ্রী পাচার হয় ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে। তবে BSF-র দাবি, সোনা পাচারের জন্য দক্ষিণবঙ্গই গোল্ড মাফিয়াদের ‘ফেভারিট জোন’। উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে সব থেকে বেশি সোনা পাচারের ঘটনা ঘটেছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গত বছর পাচার করার সময় দক্ষিণবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ১১৪ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছিল। চলতি বছর এখনও অবধি ১২০ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে।

Drug Smuggling : জালে ৭০-এর ‘মাদক রানি’, ১ কোটি টাকার মরফিন উদ্ধার STF-র
বিএসএফ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এতদিন ধরে প্রতি ট্রিপে পাচারকারীদের ২-৪ হাজার টাকা দেওয়া হতো। দু-তিনবার করে পাচারের সুযোগ হত গোটা মাসে। সেখানে এখন মাসিন বেতনের বন্দোবস্ত করে লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে গোল্ড মাফিয়ারা। আরও একটি কারণ রয়েছে বলে জানা গিয়েছে। সোনা পাচার রুখতে সম্প্রতি ‘সীমাসাথী’ হেল্পলাইন চালু করেছে বিএসএফ। সেখানে ফোন বা হোয়াটসঅ্যাপ করে সোনার পাচারের তথ্য দিলে পুরস্কারের কথাও ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়ও গোপন রাখা হবে বলে জানানো হয়। এতেই সোনা পাচারকারীদের উপর চাপ আরও বেড়েছে। কম টাকা ঝুঁকি নিয়ে পাচার করতে রাজি হতে চাইছে না কেউ। সেই কারণে মাসিক বেতনের ভিত্তিতে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে গোল্ড মাফিয়ারা।

দিনের সব খবর জানতে ফলো করুন এই সময় ডিজিটালের চ্যানেল। রইল হোয়াটসঅ্যাপ লিঙ্ক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *