Malda News : পলাতক তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয়রা – bomb blast in a abandoned house of fugitive malda tmc leader


তৃণমূল নেতার পরিত্যক্ত বাড়িতে আচমকায় বোমা বিস্ফোরণের অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদা জেলার কালিয়াচক থানার নওদা যদুপুর এলাকায়। যার বাড়িতে বিস্ফোরণ ঘটেছে, তিনি দীর্ঘদিন ধরে পলাতক বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Malda Flood : টানা বৃষ্টিতে ভাসছে ইংরেজবাজার, জলমগ্ন স্কুল-হাসপাতাল! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল অঙ্গনওয়াড়ি কেন্দ্র
ঘটনা কী ঘটেছে?

বৃহস্পতিবার সাতসকালে বিকট আওয়াছে কেঁপে ওঠে গোটা এলাকা। একটি পরিত্যক্ত বাড়িতে হঠাৎ বোমা বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, যে পরিতক্ত বাড়িতে এই বোমা বিস্ফোরণটি হয়েছে, সেখানে কেউ থাকত না।

Durga Puja 2023 : আদিবাসী মন্ত্রে পূজিত হন মা, অবাক করবে মালদার গ্রামের দুর্গাপুজোর ইতিহাস
স্থানীয়রা কী জানাচ্ছেন?

স্থানীয় এক বাসিন্দা রাজিব শেখ জানিয়েছেন, সকালে বোমা বিস্ফোরণের বিকট আওয়াজে কেঁপে উঠে এই এলাকা। গ্রামবাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সার্জেন শেখ নামে যে ব্যক্তির বাড়ি। তারা এখানে দীর্ঘদিন ধরে থাকে না। বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। দুষ্কৃতীরা এখানে বোমা মজুদ করেছিল, তা থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় যিনি বাড়ির মালিক তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমরা পুরো ঘটনার ব্যাপারে পুলিশকে জানিয়েছি।

Malda News : টোটোর দৌরাত্ম্য বন্ধে জাতীয় সড়ক অবরোধ! ধুন্ধুমার মালদায়, দুর্ভোগে নিত্যযাত্রীরা
পুলিশ কী জানাল?

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, এই পরিত্যক্ত বাড়িতে কী ভাবে বিস্ফোরণের ঘটনাটি ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে আগে থেকেই দুষ্কৃতীরা বোমা মজুত করেছিল । সেখান থেকেই ঘটনাচক্রে কোনওভাবে বোমা বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনা সঙ্গে জড়িত দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে। অন্যদিকে জানা গিয়েছে, এই তৃণমূল নেতা সার্জেন শেখের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে কালিয়াচক থানায়। গত ৭ থেকে ৮ বছর ধরে পলাতক রয়েছে সে।

ট্রেন দুর্ঘটনা রুখে মালদার নায়ক মোর

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, কেউ বা কারা গোপনে ওই পরিত্যক্ত বাড়িতে বোমা মজুত করে যেতে পারে। তবে আরও বড় বিস্ফোরণ ঘটলে ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। বোমা বিস্ফোরণের পরেই এলাকার বাসিন্দারা ভীত হয়ে রয়েছে। কে বা কারা বোমা মজুত করে গেল সে ব্যাপারে দ্রুত তদন্ত করা হোক বলেই আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুরো ঘটনায় হতাহতের কোনও খবর নেই। পরিত্যক্ত বাড়িতে ক্ষতিকর আর কিছু আছে কিনা, তল্লাশি চালিয়ে দেখছে পুলিশ।

প্রতি মুহূর্তে নতুন খবর জানতে এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *