Murshidabad News : সুপারি কিলার লাগিয়ে খুন প্রেমিকার স্বামীকে, ধৃত – jangipur police arrest two person for killed over extra martial affair


এই সময়, সুতি: এক ব্যক্তিকে গুলি করে হত্যায় তাঁর স্ত্রীর প্রেমিক ও আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে সুতি থানার হাপানিয়া গ্রামের ঘটনা। ধৃতদের বুধবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। জঙ্গিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায় বলেন, ‘নিহতের স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা সব দিক খতিয়ে দেখছি।’ প্রেমিক সুমন দাসই দুই ভাড়াটে খুনি দিয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ।

Jhargram News: সন্তান না হওয়া নিয়ে মারধর-গঞ্জনা, রাগে স্বামী আছাড় মেরে ফোন ভাঙার পর মিলল বধূর ঝুলন্ত দেহ
জানা গিয়েছে, স্ত্রী রাখি দাসের সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন স্বামী প্রবীর দাস (৪৫)। বাড়ির পাশেই পোল্ট্রি ফার্ম প্রবীরের। মঙ্গলবার রাতে সেই ফার্ম থেকে বেরোনোর সময়ে দু’জন দুষ্কৃতী খুব কাছ থেকে তাঁকে গুলি করে বলে জানা গিয়েছে। দ্রুত সুতি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন প্রবীরকে। রাখি জগতাই পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন সদস্য। প্রবীরও এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

Barasat Incident : মাথায় স্ক্রু ড্রাইভার মেরে নৃশংসভাবে খুন, বারাসতের বৃদ্ধার খুনের নেপথ্যে কি শুধুই চুরি?
স্ত্রী ছাড়াও এক ছেলে ও দুই মেয়ে নিয়ে সংসার ছিল তাঁর। এলাকারই যুবক সুমনের সঙ্গে প্রবীরের স্ত্রী রাখির সম্পর্ক তৈরি হয়। কিছুদিন আগে সুমনের সঙ্গে চলে গেলেও ক’দিন বাদে ফিরে আসেন রাখি। তারপরে প্রবীর-রাখির সংসার চলছিল ভালোই। এ সবের মধ্যেই প্রেমিক সুমন দু’জন সুপারি কিলার নিয়োগ করে। পুলিশ মঙ্গলবার রাতেই সুমনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এক সময়ে ভেঙে পড়ে খুনের কথা স্বীকার করে সে।

Mandarmani Sea Beach Murder Case : মন্দারমণির সৈকতে তরুণীর অর্ধনগ্ন দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার মাস্টার মাইন্ড
সেই সূত্রে দুই ভাড়াটে খুনিকেও ধরা হয়। নিহতের ভাইপো রাজেশ দাস বলেন, ‘ফোনে খবর পেয়ে আমি দ্রুত গিয়ে রক্তাক্ত অবস্থায় কাকাকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। কিন্তু বাঁচানো গেল না। খুনিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা হোক।’ প্রবীরের ভাই সুশান্ত দাস বলেন, ‘বৌদির সঙ্গে এলাকারই এক যুবকের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। দাদা সেটা জেনে ফেলায় বাড়িতে অশান্তিও হয়। তার জেরেই দাদাকে খুন করা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *