Sikkim Flood : ‘ঠাকুমাকে পুজোয় ঘোরানো হল না!’ সিকিমের ধসে ভেটাগুড়ির যুবকের মৃত্যু, শোকস্তব্ধ পরিবার – coochbehar young boy expired in sikkim landslide for flash flood


ঠাকুমাকে কথা দিয়েছিল পুজোতে ঠাকুর দেখাবে। কিন্তু সে কথা আর রাখা হল না! সিকিমে ভয়ঙ্কর ধস কেড়ে নিল তরতাজা যুবকের প্রাণ। কোচবিহারের ভেটাগুড়ির যুবক রাহুল মোদকের মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া।

Sikkim Flash Floods Updates : বানভাসি জলবিদ্যুৎ কেন্দ্র, বিজলিহীন সিকিমের বড় অংশ
কী জানা যাচ্ছে?

গত শনিবার বাড়িতে এসেছিল রাহুল। রবিবার যাওয়ার আগে ঠাকুমাকে কথা দিয়েছিল পুজোতে ৭ দিনের ছুটি নিয়ে বাড়ি ফিরবে। ঠাকুমাকে পুজোয় ঘোরাবে। সেটা আর হল না। ভেটাগুড়ি রুয়েরকুঠি গ্রামের যুবক সিকিমে হড়পা বানে মৃত্যু হয় রাহুল মোদকের। সে রংপোতে এক বেসরকারি ব্যাঙ্কের অস্থায়ী কর্মী।

Sikkim Flash Flood Cause : সিকিমের হড়পা বানে নেপাল কানেকশান? ভূমিকম্পের প্রভাবেই বড় বিপর্যয়?
পরিবার সূত্রে কী খবর?

জানা গিয়েছে, বুধবার থেকেই সে নিখোঁজ ছিল। গতকাল তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জেলা পুলিশ জানায়। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে রংপো থেকে তাঁর এক বন্ধু ফোন করে জানায় যে বাড়িতে রাহুল থাকতো সেটি ভেঙে তিস্তায় চলে গিয়েছে। এরপর থেকেই রাহুল নিখোঁজ হয়। বৃহস্পতিবার দিনহাটা থানার পুলিশ এসে বাড়িতে বিষয়টি জানায়। ঘটনা জানাজানি হতেই শোকের ছায়া গ্রামে।।

Sikkim Flash Floods News : সেনার হটলাইনে পরিবারের সঙ্গে কথা, সিকিম বিপর্যয়ে কী কী চ্যালেঞ্জ?
পরিবার কী জানাচ্ছে?

রাহুলের ভাই সুজন মোদক জানান, সিকিমে যে হড়পা বান হয়েছে, তারপর থেকেই ওর খোঁজ পাওয়া যাচ্ছিল না। কাল রাতে ওর মৃতদেহের ছবি পাঠানো হয় আমাদের কাছে। ওরা যেখানে ছিল, সেখানে নিচের তলায় জল ঢুকে গিয়েছিল। ভয়ে ওরা এরপর ছাদে চলে যায়। তারপর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে ওরা ছাদ থেকে লাফ দেয় বলে শুনেছি। রাহুলের কাকা জানান, মোবাইলে কালকে খবর এসেছিল আমাদের কাছে। তবে সঠিক কিছু জানতে পারিনি। পরে খোঁজখবর নিয়ে জানা গেল ও মারা গিয়েছে। আমরা গিয়ে দেহ শনাক্ত করে এসেছি।

ফোন Not Reachable! সিকিম ঘুরতে গিয়ে নিখোঁজ দুই ভাই!


সিকিমে বিপর্যয়

গত বুধবার সকালে মেঘভাঙা বৃষ্টির জেরে লোনক হ্রদ ফেটে জল বেরিয়ে আসে। হুহু করে বাড়তে থাকে তিস্তার জল। হড়পা বানের কারণে ভেসে যায় বহু ঘট বাড়ি। জলের তলায় চলে যায় একাধিক যোগাযোগের রাস্তা। জল বাড়ার কারণে চুংথামে একটি বাঁধও ভেঙে যায়। জাতীয় সড়ক ১০ এই ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়। গতকাল থেকেই উদ্ধারকার্য চালানো হচ্ছে। প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। দুর্গম এলাকায় নজরদারিতে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে।

নতুন খবর পেতে এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *