SSC Recruitment Scam: ‘১০ অক্টোবরের মধ্যেই দিতে হবে তথ্য…’, অভিষেককে বাড়তি ছাড়ে নারাজ আদালত, ভর্ৎসনা ED-কেও – calcutta high court orders on teachers recruitment case to abhishek banerjee and enforcement directorate


Abhishek Banerjee Property: ফের কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে ইডি। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনও রক্ষাকবচ না দিয়ে নথি ইডি-এর দাবি মেনে সমস্ত নথি ১০ অক্টোবরের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জমা দিতে হবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। নথিতে সন্তুষ্ট না হলে ৪৮ ঘণ্টার মধ্যে ফের ডেকে পাঠাতে পারে ইডি বলে জানিয়ে দিলেন বিচারপতি সৌমেন সেন। আপাতত ৯ অক্টোবরের সমনে হাজিরা দিতে হচ্ছে না তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চের কোনও নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না বলে জানিয়ে দেয় আদালত। বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক।

Abhishek Banerjee News : ED-র তদন্তে ‘সন্দেহ’ ডিভিশন বেঞ্চের! CGO-তে অভিষেকের হাজিরা নিয়ে ধোঁয়াশা
একইসঙ্গে এদিনের মামলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সময় বেঁধে দেন বিচারপতি সৌমেন সেন। জানান ৩১ ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত। বিচারপতি এদিন ইডিকে বার বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠানো প্রসঙ্গে বলেন, ‘আপনি ডকুমেন্টস দেখুন। সেগুলি স্ক্যান করুন। প্রয়োজনে ডাকুন।’ ইডির আইনজীবী ধীরজ এতে আপত্তি জানিয়ে বলেন,’তাদের যথেষ্ট মেটেরিয়াল আছে। তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তার অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে সহযোগিতা করছেন না।’ এর জবাবে বিচারপতি সেন বলেন, ‘১৯ মাস কিছু করেননি। শুধু শুধু ডাকবেন কেন? আগে নথি পরীক্ষা করুন। কোথায় লুপহোল আছে সেগুলি নিয়ে নিজেদের প্রস্তুত করুন। তারপর ডাকুন।’ একইসঙ্গে বিচারপতি সেন ইডিকে এও জানান, সমন পাঠানোর আগে অন্তত ৪৮ ঘণ্টা সময় দিতে হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়েক আইনজীবী অভিষেক মনু সিংভির আবেদন মেনে আদালত বলে, ১৯ থেকে ২৬ অক্টোবরের মধ্যে কোনও সমন পাঠানো যাবে না।

Abhishek Banerjee: অভিষেকের বাবা-মাকেও এবার তলব ED-র: সূত্র
এর জবাবে ইডি আইনজীবী জানান, এই বিষয়ে তদন্তকারী সংস্থা অত্যন্ত সচেতন। শেষ ১৫ মাসে তারা ৫০ কোটি নগদ, ৫ কোটি টাকার সোনা, ৭১.৮ কোটি বেআইনি সম্পত্তি, ১২৬ কোটি সিজ করা হয়েছে। পার্থ, অর্পিতা, কুন্তল, সুজয় সহ প্রভাবশালীদের গ্রেফতার করা হয়েছে। এখানেই শেষ নন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমন পাঠানো প্রসঙ্গে ইডি-এর আইনজীবী বলেন, ‘সুজয়ের গ্রেফতারের পর মামলাকারী অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠানো হয়। তিনি সিইও এই কোম্পানির। তিনিও সন্দেহভাজনের তালিকায় আছেন। যা করা হবে ইডি সেটা PMLA act মেনেই করবে। লিপস এন্ড বাউন্স সম্পর্কে আমদের হাতে তথ্য আছে।’ এই শুনে বিচারপতি সেন ফের বলেন, ‘সমনে আমাদের আপত্তি নেই। তারপরেও যদি মনে হয় জিজ্ঞাসাবাদ করবেন তাহলে করুন। কে বাধা দিচ্ছে? কে শীর্ষ আদালতে যাবে সেটা আপনার হাতে নেই। তবে তদন্ত স্বচ্ছ করার ক্ষমতা হাতে আছে।’ মন্তব্য বিচারপতি সেনের।

নিয়োগ দুর্নীতি থেকে খুন-রাহাজানি, রাজনীতি থেকে প্রেম নীতি যেকোনও ধরনের খবরের জন্য ফলো করুন এই সময় ডিজিটাল-এর হোয়াটস অ্যাপ চ্যানেল। ক্লিক করুন- https://bit.ly/eisamay-whatsapp-channel



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *