Weather Report: প্রবল বৃষ্টিতে পুজোর মুখে দুর্যোগ বঙ্গে, কেন হঠাৎ ইউ টার্ন নিম্নচাপের? ব্যাখ্যা আলিপুরের – why low pressure move towards west bengal against imd chief kolkata gk das explains


‘অসময়’-এ বৃষ্টি! ইতিমধ্যেই দেশের বিভিন্ন অংশ থেকে বিদায় নিতে শুরু করেছে মৌসুমী বায়ু। এই অবস্থায় দাঁড়িয়ে নিম্নচাপের জেরে বৃষ্টিপাত চলছে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই। শনিবার থেকে পরিস্থিতির সামান্য বদলের ইঙ্গিত। কিন্তু, কেন অসময়ে এই বৃষ্টিপাত?

প্রকৃতির মতি-গতি প্রসঙ্গে আবহাওয়াবিদ ড. সুজীব কর বলেন, “গত কয়েক বছরে বর্ষার জন্য সেভাবে বৃষ্টি অন্তত বাংলায় হয়নি। এখন যে বৃষ্টিপাতটা হচ্ছে তা পুরোপুরি নিম্নচাপের কারণে হচ্ছে। মোট যে বৃষ্টিপাতটা আমরা পাই তার অনেকটাই নিম্নচাপের কারণে। যেহেেতু নিম্নচাপ রয়েছে তাই বৃষ্টিপাত হচ্ছে।”

আরও পড়ুন: হড়পা বানের মধ্যেই ফের বৃষ্টির ভ্রূকূটি, মৃত্য়ুমিছিল সিকিমে

কতদিন পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে?
এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ড. সুজীব কর বলেন, “নভেম্বর মাস অবধি এই অবস্থা থাকবে। এরপর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে।”

এদিকে আবহাওয়া নিয়ে ঠিক কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস বলেন, “তিনি জানান, উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি করা হয়েছে। এদিন সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, নিম্নচাপ ধীরে ধীরে বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

Weather Update : আচমকাই নিম্নচাপের ‘ইউ টার্ন’, বঙ্গে আরও ৩ দিন ভারী বৃষ্টি!
কেন নিম্নচাপের ইউ টার্ন?
এই প্রসঙ্গে গণেশ কুমার দাস বলেন, “উত্তর ভারতের একাংশ থেকে বর্ষা বিদায় নেওয়ায় সেই এলাকার উত্তর-পশ্চিম দিন থেকে জোরাল হাওয়া দিচ্ছে। ফলে ফের নিন্মচাপটি গাঙ্গেয় বঙ্গে ফেরত আসে।”

বৃহস্পতিবারের আবহাওয়া আপডেট প্রসঙ্গে জি কে দাস বলেন, ” এদিন অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে কিছুটা হলেও আবহাওয়ার উন্নতি হতে পারে।” শনিবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছেন তিনি।

Weather Forecast : মঙ্গলেও ৪ জেলায় দুর্যোগের সম্ভাবনা, কবে থামবে বৃষ্টি? জবাব হাওয়া অফিসের
পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া আরও দুর্যোগপূর্ণ বলে জানান এই আবহাওয়াবিদ। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কোচবিহার এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কালিম্পংয়েও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

জেলায় জেলায় বন্য়া পরিস্থিতি! বিদায় বেলায় খেল দেখাচ্ছে বর্ষা

শুধু বৃহস্পতিবার নয়, শুক্রবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে জানান তিনি। এই আবহাওয়াবিদের দেওয়া তথ্য অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা।

Weather Forecast : সাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, উইকএন্ডে কলকাতা সহ ৩ জেলা ভাসবে বৃষ্টিতে
এদিন কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। তাপমাত্রাও একধাক্কায় কমতে পারে অনেকটাই। ফ্লাশ ফ্লাড এর আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *