Chandannagar Museum : বৈপ্লবিক থিমে নির্মাণ নতুন সংগ্রহশালার, অভিনব উদ্যোগ চন্দননগর কলেজে – new museum set up in chandannagar college with patriotic theme


Chandannagar Tourist Spot : বিপ্লবীদের দুষ্প্রাপ্য ছবি থেকে প্রাচীন খবরের কাগজ, নানা ঐতিহাসিক জিনিস। কী নেই সেখানে! বৈপ্লবিক নানান জিনিস দিয়ে সাজিয়ে তোলা হয়েছে চন্দননগর কলেজের নতুন সংগ্রহশালা। অবশেষে সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হল নতুন এই সংগ্রহশালার দ্বার। উৎসর্গ করা হল বিপ্লবীদের স্মৃতির উদ্দেশে।

Hooghly News : আবাসে ঘর না মেলার অভিযোগ, মাটির দেওয়াল ধসে এবার মৃত্যু হুগলিতে
দেশপ্রেম সম্পর্কিত সংগ্রহশালা

সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল চন্দননগর কলেজ মিউজিয়াম। পাঁচটি ঘর বিশিষ্ট মিউজিয়ামে রয়েছে একাধিক বিপ্লবীদের হাতের লেখা চিঠি থেকে শুরু করে পুলিশ রিপোর্ট। চরকা, ডিঙি নৌকা, প্রাচীন তাঁত, টাইপ মেশিন সহ সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত বিপ্লবী কর্মকাণ্ডের নানান স্মৃতি। রয়েছে বিপ্লবীদের একাধিক দুষ্প্রাপ্য ছবি, মূর্তি, প্রাচীন খবরের কাগজ এবং নানান ইতিহাস।

Hooghly Flood News : জলে ভাসছে খানাকুল, গোঘাটে ভেঙে পড়ল পঞ্চায়েত প্রধানের বাড়ির দেওয়াল! আতঙ্ক বাড়ছে হুগলিতে
উদ্বোধন হল মিউজিয়ামের

শুক্রবার বিকেলে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মিউজিয়ামটিকে চন্দননগরের বিপ্লবীদের গৌরবময় স্মৃতির উদ্দেশে উৎসর্গ করা হয়।গৌরবজ্জল মুহূর্তের সাক্ষী রইলেন কলেজের অধ্যক্ষ দেবাশিস সরকার, চন্দননগর পুরনিগমের মহানাগরিক রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র শ্রীমুন্না আগরওয়াল, কমিশনার স্বপন কুমার কুণ্ডু, রাজ্য হেরিটেজ কমিশনের সদস্য পার্থ রঞ্জন দাস, ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের পরিচালক ড. নটরাজ দাশগুপ্ত, বিশিষ্ট চলচ্চিত্র ও সঙ্গীত পরিচালক, চিত্রগ্রাহক এবং অভিনেতা গৌতম ঘোষ সহ আরও অনেকেই।

চন্দননগর কলেজ

গঙ্গাতীরবর্তী প্রাচীন ফরাসী ইতিহাস প্রসিদ্ধ চন্দননগর শহরের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চন্দননগর কলেজ। ১৮৬২ সালে স্থাপিত কলেজের পূর্বতন নাম ছিল একোল দে সাঁৎ মেরি। ১৯০১ সাল থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানটি ডুপ্লে কলেজ নামে পরিচিতি পেয়েছিল। পরবর্তী সময়ে ১৯৪৮ সালে নাম পরিবর্তন করে চন্দননগর কলেজ রাখা হয়।

নতুন চিন্তাভাবনা

চন্দননগর কলেজ শুরু থেকেই একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান কারণ একদা কলেজের সহ-অধ্যক্ষ চারুচন্দ্র রায়ের নেতৃত্বে কলেজ সহ চন্দননগর শহর বিপ্লবী কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হয়েছিল। সরাসরি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত থাকার ফলে ১৯০৮ থেকে ১৯৩১ সাল পর্যন্ত টানা ২৩ বছর কলেজ বন্ধ রাখা হয়েছিল। চারুচন্দ্র রায়ের বিখ্যাত শিষ্যদের মধ্যে ছিলেন ১৯০৮ সালে ফাঁসির সাজাপ্রাপ্ত তরুণ বিপ্লবী কানাইলাল দত্ত, শ্রীশচন্দ্র ঘোষ, রাসবিহারী বসুর মত বিপ্লবীরা।

Child Adoption News: বেআইনি দত্তক! ১০০ টাকার স্ট্যাম্প পেপার সাক্ষরে ‘হাতবদল’ ৮ দিনের শিশুকে মা সহ হোমে পাঠাল পুলিশ
বলা যায় একপ্রকার চন্দননগরের বিপ্লবীদের উত্তরাধিকার এবং এই কলেজ ও শহরের সামাজিক-সাংস্কৃতিক ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে মিউজিয়াম স্থাপন করা হলো। চন্দননগর কলেজের সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ-এর তত্ত্বাবধানে কলেজের ১৬১ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ভবনে স্থাপন করা হয় চন্দননগর কলেজ মিউজিয়াম।

Hooghly News : জুতোয় চার্জ হবে মোবাইল! শ্রমিকের ছেলের দুর্দান্ত আবিষ্কার

কী বললেন অধ্যক্ষ?

কলেজের অধ্যক্ষ দেবাশিস সরকারি জানিয়েছেন, এটা উদ্বোধনী অনুষ্ঠান নয়। এটা সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত বিপ্লবীদের স্মরণ করার একটি উদ্যোগ। এই মিউজিয়ামটি রূপায়ণের পেছনে রয়েছে বহু গবেষণা এবং জ্ঞানীগুণী একাধিক শিল্পীর উল্লেখযোগ্য অবদান। এই অনুষ্ঠানে তাঁদের সকলকে সংবর্ধিত করা হয়েছে।

নতুন সংবাদ সবার আগে পেতে এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *