Jalpaiguri Police : তিস্তার জলে ভাসছে সেনা ছাউনির প্রচুর আগ্নেয়াস্ত্রও, বিশেষ নির্দেশ পুলিশের – jalpaiguri police issued instructions regarding weapons washed away in teesta river from the army camp for sikkim flood


তিস্তায় হড়পা বানে ভেসে গিয়েছে একাধিক সেনা ছাউনি। ছাউনিতে থাকা ভারতীয় সেনার একাধিক আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক পদার্থ জলের স্রোতে ভেসে গিয়েছে। সেগুলি যে কোনও সাধারণ মানুষের হাতে এসে উঠতে পারে। সেই কারণে বিশেষ নির্দেশ দিল জলপাইগুড়ি পুলিশ।

Sikkim Floods Latest News : তিস্তার জলে ভেসে আসা মর্টার শেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ, মৃত ১
কী জানা যাচ্ছে?

তিস্তার জলের স্রোতে ভেসে গিয়েছে সেনার ছাউনি। স্বাভাবিক ভাবেই, সেই সব সেনা ছাউনিতে মজুত থাকা বিভিন্ন অস্ত্র, বিস্ফোরক পদার্থ জলের তোড়ে চলে গিয়েছে। জলের স্রোতে ভেসে সেগুলি যে কোনও সাধারণ মানুষের হাতে যেতে পাড়ে। এমনটাই আশঙ্কা করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে। সেক্ষেত্রে বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে বিশেষ নির্দেশ দিল জেলা পুলিশ।

জলপাইগুড়ি পুলিশের বিশেষ নির্দেশিকা

জলপাইগুড়ি পুলিশের বিশেষ নির্দেশিকাi

কী নির্দেশ দিল পুলিশ?

জলপাইগুড়ি পুলিশের নির্দেশ, এরকম কোনও আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক পদার্থের প্যাকেট বা বাক্স বা অন্য যে কোনও সন্দেহজনক বস্তু দেখলেই অবিলম্বে নিকটবর্তী থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। এমনকি সেই সমস্ত জিনিসগুলোকে কোনও ভাবে হাত দেওয়া, দেখার ব্যাপারেও নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। সেগুলি নাড়াচাড়া করলে বিস্ফোরণ ঘিরে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণে সত্বর থানায় পুলিশকে খবর দিয়ে ফেরত দিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে।

Sikkim Flash Flood Highlights: তিস্তা পারের ঘুম নেই, নদী গর্ভ থেকে উঠে এল ৪ সেনা সহ ১৮ দেহ
সিকিমে বিপর্যয়

উত্তর সিকিমের লোনাক হ্রদের একাংশ জল তিস্তায় গিয়ে পড়ার কারণে হুহু করে জল বাড়তে থাকে বিস্তীর্ণ অংশে। মঙ্গলবার রাত থেকে একাধিক সেনা ছাউনি, ঘরবাড়ি ভেসে যায় জলের তোড়ে। ২৩ জন সেনা নিখোঁজ হয়ে যায় বলে খবর পাওয়া যায়। এরমধ্যে একজন সেনাকে উদ্ধার করা হয়েছে। ৪টি দেহ উদ্ধার হয়েছে। বিপর্যয়ের কারণে সিকিমে ১৪টি সেতু ভেঙে পড়েছে, যার মধ্যে নয়টি বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) এবং পাঁচটি রাজ্য সরকারের অন্তর্গত।

বেঁচে আছি! বাড়িতে জানাতে ফোনের লম্বা লাইন!

বাড়ছে মৃত্যুর সংখ্যা

সিকিমের বিপর্যয়ের কারণে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এখনও পর্যন্ত রাজ্যের ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে জলপাইগুড়ি জেলায় রয়েছে ১৫টি দেহ, কোচবিহার থেকে পাওয়া গিয়েছে তিনটি দেহ এবং শিলিগুড়ি থেকে চারটি দেহ পাওয়া গিয়েছে। একাধিক দেহ এখনও পর্যন্ত শনাক্তকরণ করা হয়নি বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে ইতিমধ্যে একাধিক ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন।

খবরের জন্য এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *