কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, এই মুহূর্তে শহরের রাস্তায় স্বাভাবিক রয়েছে যানবাহনের গতি। অফিস টাইমে গুরুত্বপূর্ণ রাস্তায় রয়েছে ট্রাফিকের চাপ। তবে স্বাভাবিক গতিতেই চলছে গাড়ি। কোথাও কোনও দুর্ঘটনার খবর নেই।
যান নিয়ন্ত্রণ
VIP রোডে যান চলাচলের নিয়মে এসেছে বেশ কিছু পরিবর্তন। বিধাননগর ট্রাফিক পুলিশ সূত্রে জানানো হয়, ভিআইপি রোড ধরে নাগেরবাজারের দিকে যেতে হলে দমদম পার্ক দিয়ে যাওয়া যাবে না। এই যান বাহনগুলিকে কেষ্টপুর ও বাঙুরের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ব্রিজ মেরামতির জন্য আপাতত বন্ধ দমদম পার্ক রোড। আগামী এক সপ্তাহ এলাকার রুট ম্যাপ এটাই থাকবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
অন্যদিকে, ট্রাফিক পুলিশের তরফ থেকে যানজট বিহীন রাস্তার জন্য ডালহৌসী ও এসপ্ল্যানেড যেতে পার্কস্ট্রিটের রাস্তা ব্যবহারের পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ। এছাড়া দিনের ব্যস্ত সময়ে ইএম বাইপাস থেকে এসপ্ল্যানেডের দিকে যেতে হলে বেলেঘাটা মেন রোড এবং পার্কস্ট্রিট রুট ব্যবহারের পরামর্শ।
মিটিং মিছিল
শুক্রেও শহরের রাস্তায় রয়েছে মিটিং মিছিলের কর্মসূচি। দুপুর সাড়ে বারোটায় আরএসএম স্কোয়ার থেকে একটি মিছিল বেরিয়ে এনসি স্ট্রিট, রফি আহমেদ কিদোয়াই স্ট্রিট, এসএন ব্যানার্জী রোড, ডোরিনা ক্রসিং হয়ে যাবে রানি রাসমণি রোডে। দ্বিতীয় মিছিলটিও বেলা একটা নাগাদ ওই এলাকাতেই রয়েছে। কলকাতা পুরসভার পাশ দিয়ে মিছিলটি বেরিয়ে এসএন ব্যানার্জী রোড, ডোরিনা ক্রসিং, জওহরলাল নেহেরু রোড হয়ে এসে শেষ হবে ধর্মতলা ওয়াই চ্যানেলে। এই দুই মিছিসের জন্য দুপুরের পর ওই এলাকায় বাড়বে ট্রাফিকের চাপ। তার জন্য পুলিশের কাছে তৈরি রয়েছে বিকল্প। এছাড়া ট্রাফিকের যে কোনও সমস্যায় টোল ফ্রি ১০৭৩-তে ফোন করলেই মিলবে সমাধান।
প্রতি মুহূর্তের ব্রেকিং সহ যে কোনও ধরনের খবর এবং ভিডিয়ো দেখতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক করুন: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A